নজরবন্দি ব্যুরো: প্রেম, রসায়ন, যৌনতাকে কাবু করতে আবারও হৈ হৈ করে ফিরছে লাস্ট স্টোরিজ ২। ২০১৮ তে অনুরাগ কাশ্যপ, জোয়া আখতার, দিবাকর বন্দ্যোপাধ্যায় এবং করণ জোহর পরিচালিত চারটি শর্ট ফিল্মের সিরিজ নিয়ে এগোয় লাস্ট স্টোরিজ ।
আরও পড়ুন: কৃতি স্যাননের সাথে ডেটিংয়ের গুজব! এর মধ্যেই তিরুপতিতেই বিয়ের ঘোষণা প্রভাসের
সিরিজটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই চর্চার কেন্দ্রবিন্দুতে পৌঁছে যায়। এই লাস্ট স্টোরিজ’-এ অভিনয় করার পর কিয়ারা আডবাণীও তুমুল জনপ্রিয়তা পান, এমনকি গোটা সিরিজ হয়ে ওঠে হট টপিক। এবারে আরো গভীরে যেতে চলেছে গল্প।
শুরু হতে চলেছে লাস্ট স্টোরিজ ২! আর এবার এই সিরিজ নিয়ে পরিচালনায় ফিরছেন কঙ্কনা সেন। ২০১৬-য় প্রথম পরিচালনা করেন কঙ্কনা। তাঁর প্রথম ছবি ‘এ ডেথ ইন গঞ্জ’ দর্শক-সমালোচক প্রশংসিত। অনেকগুলো বছর তিনি পরিচালনা থেকে দূরে?

৬ বছর পরে ‘লাস্ট স্টোরি ২’ দিয়ে আবার পরিচালনায় কঙ্কনা সেনশর্মা। সিরিজটি ‘লাস্ট স্টোরি’ অ্যান্থলজি থেকে অনুপ্রাণিত। চারটি গল্পের অসাধারণ সমাহার ঘটেছিল ছবিতে। পরিচালনায় করণ জোহর, অনুরাগ কাশ্যপ, দিবাকর বন্দ্যোপাধ্যায়, জোয়া আখতার।
লাস্ট স্টোরিজ ২ নিয়ে ফের পরিচালনায় ফিরছেন কঙ্কনা সেনশর্মা
কঙ্কনার সিরিজে নারী জীবনের নানা কথা উঠে এসেছে। পরিচালনায় প্রত্যাবর্তন করে তিনি ক্যামেরায় ধরেছেন নীনা গুপ্ত, কাজল, বিজয় বর্মা, তমান্না, ভাটিয়া, ম্রুণাল ঠাকুরকে।