নজরবন্দি ব্যুরোঃ বৃষ্টি, ঝড়, শিলাবৃষ্টির ও পূর্বাভাস দিয়েছিলো আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল বুধ থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের জেলা গুলিতেও হতে পারে শিলাবৃষ্টি। কলকাতায় সকাল থেকেই মুখভার।
আরও পড়ুনঃ অধিনায়কের নাম ঘোষণা করল সৌরভের দিল্লি, কে হলেন অধিনায়ক ও সহ অধিনায়ক?
কালবৈশাখীর ও সম্ভাবনা রয়েছে কলকাতায়, বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে আমন তাই জানা গেছে। ১৭, ১৮, ১৯ মার্চ দক্ষিণবঙ্গে সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। ২০ এবং ২১ শে মার্চ থেকে এই বৃষ্টির পরিমাণ বাড়বে।

ঝাড়খন্ডে নিম্নচাপ অক্ষরেখা বিরাজ করেছে, সঙ্গে সক্রিয় ঘুর্ণাবাত ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে রাজ্যে জার জেরেই সারা বাংলা জুড়ে এমন আবহাওয়া। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান জেলা গুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড় হাওার সঙ্গে ঝাপিয়ে বৃষ্টি হবে।
কয়েক ঘণ্টার মধ্যেই তেড়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি! আতঙ্কে কলকাতাবাসী
দক্ষিণ ২৪ পরগনা এবং সুন্দরবন জেলায় দুর্যোগের সম্ভাবনা রয়েছে আজ দুপুরের পর থেকেই দুর্যোগ শুরু হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জলপাইগুড়ি রাজ্যে রাস্তার ধারে একাধিক বড় গাছ ঝড়ো হাওয়াতে রাস্তায় পরে রাস্তা এছাড়াও বজ্রপাতের ও সতরকতা জারি করেছে হাওয়া অফিস। কমলা সতর্কতা জারি করেছে একাধিক জেলায়।