Weather Update: আর কতদিন বৃষ্টিপাত হবে কলকাতায়? রোদের দেখা কবে মিলবে?

আর কতদিন বৃষ্টিপাত হবে কলকাতায়? রোদের দেখা কবে মিলবে?
Kolkata's latest weather update

নজরবান্দি ব্যুরোঃ বসন্তের অকাল বৃষ্টিতে ভিজছে কলকাতা। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী আগামী সপ্তাহের বৃহস্পতিবার থেকে কলকাতায় বৃষ্টি শুরু হয়েছে। যদিও অকাল কালবৈশাখী তে শহরবাসী স্বস্তিই পেয়েছে। তবে আর কতদিন থাকবে এমন আবহাওয়া না নিয়ে দ্বিধায় রয়েছে শহরবাসী। কারণ একটানা মেঘলা ওয়েদার কারোরই ভালো লাগেনা।

আরও পড়ুনঃ জিতেন্দ্রর গ্রেফতারিতে সুপ্রিম স্থগিতাদেশ, স্বস্তি পেলেন বিজেপি নেতা

ঝাড়খন্ডে নিম্নচাপ অক্ষরেখার জেরেই এতদিন ধরে এরুপ দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল। সেটি এখনও বিরাজমান। যার যেরে  বুধ থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির হয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের জেলা গুলিতেও প্রচুর শিলাবৃষ্টি হয়েছে।

Weather alert: Thunderstorms, rainfall predicted in Delhi, nearby areas in  next 2 hours. Updates here | Mint

কলকাতায় কালবৈশাখী ঝড় হয়েছে সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে গেছে। ১৭, ১৮, ১৯ মার্চ দক্ষিণবঙ্গে সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি  হয়েছে। দিঘা সহ মেদিনীপুর জেলাগুলিতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।

 

আর কতদিন বৃষ্টিপাত হবে কলকাতায়? কি বলছে আবহাওয়া দফতর?

Delhi Weather: Widespread Rains, Gusty Winds to Improve the Capital's Air  Quality; Bring Down Night-Time Temperatures | The Weather Channel

সোমবার ও আবহাওয়া এরকমই মেঘলা থাকবে বলে জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর সুত্রে। কলকাতায় হাল্কা বৃষ্টিপাত হতে পারে, বীরভূম, বাঁকুড়া, জলপাইগুড়ি, মেদিনীপুর জেলা গুলিতেও আজ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। কালকের থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে জানা যাচ্ছে।