হু হু করে নামবে পারদ, কলকাতায় রেকর্ড ঠাণ্ডা পরবে এইবছর
Kolkata will get record cold this year

নজরবন্দি ব্যুরোঃ এবার রেকর্ড ঠাণ্ডা পড়ার সতর্কতা জারি করল আইএমডি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই বছর দেশের দুই প্রান্তে দুইরকম আবহাওয়া দেখা দেবে। দিল্লির সাথে পাল্লা দিয়ে কলকাতার পারদও কমবে। আর কিছুদিনেই মধ্যেই বঙ্গে শীত ঢুকবে।

আরও পড়ুনঃ সংকটের মুখে যাদবপুরের PHD গবেষকদের ভবিষ্যৎ, অভিযোগ তুললেন উপাচার্য বুদ্ধদেব সাউ

ইতিমধ্যেই উত্তরবঙ্গের বেশকিছু জায়গাতে শীতের আমেজ দেখা দিচ্ছে। রাতের দিকে বেশ ঠাণ্ডা অনুভূত হচ্ছে। তবে দিনের বেলা তাপমাত্রা বেশ গরম। সাধারণ মানুষদের মনে একটাই প্রশ্ন কবে থেকে পুরোদমে শীত অনুভূত হবে? এবার এই প্রশ্নের উত্তর দিল আইএমডি।

Weather Update: হু হু করে নামবে পারদ, কলকাতায় রেকর্ড ঠাণ্ডা পরবে এইবছর

আইএমডি এর মতে, এইবছর শীতের তীব্রতা বেশী থাকলেও শীত একটু দেরীতেই পড়বে। এইমাসে শীত পড়ার কোন সম্ভাবনা নেই। তবে ডিসেম্বরের শুরুর দিকে শীত আসতে আসতে পরতে শুরু করবে। বদল হবে আবহাওয়া। এই মুহূর্তে সমতলের তাপমাত্রা ৩০ এর ওপরেই ঘোরাফেরা করছে। অন্যদিকে দার্জিলিং, বা সিকিমে তুষারপাত হলেও তাপমাত্রা খুব একটা কমেনি।

হু হু করে নামবে পারদ, কিছুদিনেই মধ্যেই বঙ্গে শীত ঢুকবে

Weather Update: হু হু করে নামবে পারদ, কলকাতায় রেকর্ড ঠাণ্ডা পরবে এইবছরঅন্যদিকে আবহাওয়ার ওপর ঘূর্ণিঝড় ‘মিধিলি’-র কিছুটা প্রভাব পরতে চলেছে। এই নিম্নচাপের কারনে কলকাতা, হাওড়া ও পূর্ব মেদিনীপুরসহ উত্তর এবং দক্ষিন পরগনাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে এই ঘূর্ণিঝড় মিধিলি ধীরে ধীরে বাংলাদেশের দিকেই অগ্রসর হবে।