RCB ছেড়ে কোন দলে কোহলি? ডেল স্টেইনের মন্তব্যে জোর জল্পনা

RCB ছেড়ে কোন দলে কোহলি? ডেল স্টেইনের মন্তব্যে জোর জল্পনা

নজরবন্দি ব্যুরো: গত ২০১৩ সাল থেকেই আরসিবি দলের জার্সি থেকে আইপিএল খেলে আসছেন বিরাট কোহলি। প্রায় দুশোটির ও বেশি ম্যাচ খেলার পাশাপাশি ৬ হাজারের ও বেশি রান করেছেন তিনি। তবে আগামী বছর আর হয়ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে দেখা যাবে না ভারতীয় দলের এই অধিনায়ক কে।

আরও পড়ুনঃ যৌন হেনস্থার সাপেক্ষে কড়া পদক্ষেপ বিসিসিআইয়ের

RCB ছেড়ে কোন দলে কোহলি?
RCB ছেড়ে কোন দলে কোহলি?

দিনকয়েক আগেই শোনা গিয়েছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় দলের অধিনায়কত্ব ছাড়বেন বিরাট কোহলি। তবে পরেরদিন ই শোনা যায় এই মরশুমের পরই আরসিবির অধিনায়ক পদ থেকে সরে দাঁড়াবেন তিনি। যা নিয়ে সমর্থকদের একাংশ মনে করেছেন পরেরবার হয়ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ছেড়ে অন্যদলে যোগদান করবেন তিনি।

RCB ছেড়ে কোন দলে কোহলি?

এমনটাই আভাস দিলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইন। সম্প্রতি স্যোশাল মিডিয়ায় কোহলির দলবদল নিয়ে নিজের একটি মন্তব্য পেশ করেন তিনি।

RCB ছেড়ে কোন দলে কোহলি? ডেল স্টেইনের মন্তব্যে জোর জল্পনা

তার মতে, বিরাট কোহলি যদি আরসিবি ছেড়ে চলে যায় তাহলে তাকে দলে নেওয়ার জন্য অপেক্ষা করছে “দিল্লি ক্যাপিটালস”। তাহলে কী সামনের বছর দিল্লির হয়েই অধিনায়কের ভূমিকা পালন করবেন তিনি ? বর্তমানে এরই উত্তর খুঁজছে সবাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here