নজরবন্দি ব্যুরোঃ দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান মহড়ার মধ্যেই তিনটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। ২ নভেম্বর, বুধবার সকালে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় এলাকা ওনসান থেকে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
আরও পড়ুনঃ গরু পাচারের টাকায় সিনেমা বানাতেন দেব, বিস্ফোরক দাবি শুভেন্দুর
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তবে চুপ করে থাকেনি দক্ষিণ কোরিয়াও। পালটা জবাব দিয়ে মিসাইল ছোঁড়ে সিওল। উত্তর কোরিয়ার হামলার কড়া নিন্দা করে বিবৃতি দিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।
উপকূলের কাছাকাছি থাকা বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। বেশ কয়েকটি বিমানের রুটও বদল করে দিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। দক্ষিণ কোরিয়ার সেনার তরফ থেকে এই গোটা ঘটনা নিয়ে সরকারিভাবে বিবৃতি দেওয়া হয়েছে।
সেখানে বলা হয়েছে, ১৯৫৩ সালের পর দক্ষিণ কোরিয়ার জলসীমার এত ভিতরে মিসাইল হামলা চালায়নি উত্তর কোরিয়া। এই ঘটনাকে দেশের বিরুদ্ধে আগ্রাসন বলেই ধরে নিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।
দক্ষিণ কোরিয়ার জলসীমার মধ্যে ক্ষেপণাস্ত্র ছুড়ে কিমের সতর্কবার্তা
বিবৃতিতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার এই হামলা একেবারেই মেনে নেবে না দক্ষিণ কোরিয়া। দেশের উপর এই আক্রমণের যোগ্য জবাব দেবে সিওল।