কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় KGF বিতর্ক, টুইটার হ্যান্ডেল ব্লক করার নির্দেশ আদালতের
KGF Controversy in Congress' Bharat Joro Yatra,

নজরবন্দি ব্যুরোঃ দু’মাস অতিক্রম করেছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। কেরল, কর্নাটক, তেলঙ্গানা ঘুরে বর্তমানে মহারাষ্ট্রে প্রবেশ করেছে কংগ্রেসের এই জনসংযোগ যাত্রা। এদিকে ২ মাসে এই যাত্রাকে ঘিরে একাধিক বিতর্কে জড়িয়েছে কংগ্রেস।

আরও পড়ুনঃ ওবিসিদের নিয়ে কুৎসিত রাজনীতি তৃণমূলের, আবারও বিস্ফোরক শুভেন্দু

কখনও শিশু অধিকার সুরক্ষা থেকে নোটিস পেয়েছে যাত্রায় শিশুদের ব্যবহার করার জন্য আবার কখনও রাহুলের সঙ্গে অভিনেত্রী পুনম কউরের হাত ধরাধরির ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার কংগ্রেসের জন্য নতুন বিতর্ক। গতকাল জাতীয় কংগ্রেস ও তাদের ভারত জোড়ো যাত্রার টুইটার হ্যান্ডেল ব্লক করে দেওয়ার নির্দেশ দিয়েছে বেঙ্গালুরুর একটি বাণিজ্যিক আদালত।

কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় KGF বিতর্ক, টুইটার হ্যান্ডেল ব্লক করার নির্দেশ আদালতের

অভিযোগ, কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার একটি ভিডিওতে কেজিএফ ২ এর একটি গান ব্যবহার করা হয়েছে। এই সিনেমার জনপ্রিয়তা তুঙ্গে গোটা দেশ জুড়েই। ওই সিনেমার গান ব্যবহারের অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছিল আদালতে।

কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় KGF বিতর্ক, টুইটার হ্যান্ডেল ব্লক করার নির্দেশ আদালতের

কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় KGF বিতর্ক, টুইটার হ্যান্ডেল ব্লক করার নির্দেশ আদালতের

Bharat Joro Yatra: কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় KGF বিতর্ক, টুইটার হ্যান্ডেল ব্লক করার নির্দেশ আদালতের

স্বাভাবিক ভাবেই আদালতের এই নির্দেশের পর শুরু হয়েছে চর্চা। যদিও কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নির্দেশ এবং শুনানি সংক্রান্ত কোনও বিষয়েই তাদের কাছে কোনও তথ্য নেই।