ক্যাপ্টেনই মোটা, এটা লজ্জার! রোহিতের ফিটনেস নিয়ে এবার সরব কপিল
Kapil talks about Rohit's fitness

নজরবন্দি ব্যুরোঃ রোহিত শর্মার ক্রিকেটীয় দক্ষতা ও অধিনায়কত্ব নিয়ে কোনও প্রশ্ন নেই কারোরই। তিনি সব ফরম্যাটে দলের অন্যতম সেরা ক্রিকেটার। বিরাট কোহলির হাত থেকে ক্যাপ্টেনসির ব্যাটন উঠেছে তাঁর হাতে। তবে বারবার রোহিতকে স্ক্যানারের নীচে ফেলা হয়েছে তাঁর ফিটনেসের জন্য়।

আরও পড়ুনঃ রাজনাথের সামনেই উপাচার্যের পদত্যাগের দাবি তুলে পোস্টার! সমাবর্তন নিয়ে তোলপাড় বিশ্বভারতী

অনেকের মতেই রোহিত আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো ফিট নন। এবার টিম ইন্ডিয়া ক্যাপ্টেন রোহিত শর্মার ফিটনেস ইস্যুতে এবার সরব হলেন কপিল দেব। দেশের এক প্রথম সারির সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে কপিল দেবকে টিম ইন্ডিয়ার ফিটনেস নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেখানে কপিল বলছেন,

ক্যাপ্টেনই মোটা, এটা লজ্জার! রোহিতের ফিটনেস নিয়ে এবার সরব কপিল

”ফিট হওয়া খুব জরুরি। অধিনায়ক হিসেবে আরও দরকারি ফিট হওয়া। যদি কেউ ফিট না হয়, তাহলে এটা লজ্জার ব্যাপার। রেহিতকে আরও পরিশ্রম করতে হবে ওর ফিটনেস নিয়ে।” ব্যাটার রোহিতকে নিয়ে কপিলের মনে অবশ্য কোনও সন্দেহই নেই।

Kapil Dev: ক্যাপ্টেনই মোটা, এটা লজ্জার! রোহিতের ফিটনেস নিয়ে এবার সরব কপিল

তিনি আরও বলছেন, ”রোহিত দুর্দান্ত ব্যাটার। কিন্তু টিভিতে রোহিতকে দেখে মনে হয় ওর ওজন একটু বেশিই। তবে টিভিতে একজনকে দেখে যেরকম মনে হয়, সামনাসামনি দেখলে অন্যরকম লাগতেই পারে। কিন্তু আমার যেটা মনে হয়, তা হল, একজন দুর্দান্ত ক্রিকেটারের পাশাপাশি রোহিত একজন দুর্দান্ত অধিনায়ক। কিন্তু ওকে ফিট থাকতে হবে। বিরাট কোহলির দিকে তাকান, দেখলেই মনে হবে ও দারুণ ফিট।”

ক্যাপ্টেনই মোটা, এটা লজ্জার! রোহিতের ফিটনেস নিয়ে এবার সরব কপিল

Kapil Dev: ক্যাপ্টেনই মোটা, এটা লজ্জার! রোহিতের ফিটনেস নিয়ে এবার সরব কপিল

উল্লেখ্য, গত জানুয়ারিতে রোহিতের ফিটনসে নিয়ে বিঁধেছিলেন প্রাক্তন পাক অধিনায়ক সলমান বাট। তিনি বলেন, ‘রোহিত যখন প্রথম এসেছিল, তখন কিন্তু ভীষণ রোগা ছিল ও। তবে খেলার মধ্যে না থাকলে বা নিয়মিত ট্রেনিং না করলেই রোহিত মোটা হয়ে যায়।