নজরবন্দি ব্যুরোঃ কলকাতায় পত্তন হতে চলেছে নতুন মেট্রো পরিষেবা। মহানগরীর জন্য আরও একটি সুখবর। জোকা-তারাতলা মেট্রো পরিষেবা চালু করতে সবুজসঙ্কেত দিল রেলওয়ে সেফটি কমিশন। আগামী তিন মাসের মধ্যে এই মেট্রো পরিষেবা শুরু করা যেতে পারে বলে খবর।
আরও পড়ুনঃ শূন্যপদে নিয়োগ নিয়ে বড় পদক্ষেপ, হাই কোর্টে ভোলবদল কমিশনের
গত ১০ নভেম্বর, কমিশনার আব্দুল লতিফ খান চূড়ান্ত পর্বে মেট্রো পরিষেবার যাবতীয় পরিকাঠামো খতিয়ে দেখেন। মেট্রো স্টেশন, কন্ট্রোল প্যানেল, প্ল্যাটফর্ম, রেলপথ-সহ মেট্রো পরিষেবার যাবতীয় পরিকাঠামো তিনি পর্যবেক্ষণ করেন। তারপরই ঐ রুটে মেট্রো পরিষেবা চালুর ব্যাপারে ছাড়পত্র দেন।

এর আগে, গত ১৫ সেপ্টেম্বর প্রথম বার জোকা ও তারাতলার মধ্যে সাড়ে ছ’কিমি দীর্ঘ মেট্রো পথে ট্রায়াল নেওয়া হয়েছিল। রুটে রয়েছে মোট ছ’টি স্টেশন : জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা। প্রথম পর্যায়ে এই ছ’টি স্টেশন পরিষেবা শুরু করতে উদ্যোগী হচ্ছেন মেট্রো কর্তৃপক্ষ।
মিলল সবুজ সঙ্কেত, কবে চালু হচ্ছে জোকা তারাতলা মেট্রো?
সূত্রের খবর, ওই লাইনে আপাতত একটি করেই একমুখী ট্রেন পরিষেবা চালু হবে। ট্রেনটি প্রান্তিক স্টেশন থেকে ছেড়ে অন্য প্রান্তে পৌঁছনোর পরে আবার সেই ট্রেন উল্টোমুখে ফিরে আসবে। যাত্রী-পরিষেবা শুরু করার জন্য স্টেশন প্রস্তুত রাখা ছাড়াও আপ এবং ডাউন লাইনও ইতিমধ্যেই তৈরি রাখা হয়েছে। সুতরাং খুব শীঘ্রই যে যাতায়াত ব্যবস্থায় এক ব্যপক বদল ঘটবে তা বলা যায়।