নজরবন্দি ব্যুরো: নয়াদিল্লির ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৩ইভেন্ট থেকে দেশবাসীকে বড় উপহার দিল Reliance Jio। ভারতের প্রথম স্যাটেলাইট-ভিত্তিক গিগাফাইবার সার্ভিসের ঘোষণা করল মুম্বইয়ের টেলিকম জায়ান্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই জিও স্পেস ফাইবার-এর ক্ষমতা প্রদর্শন করে দেখাল মুকেশ আম্বানির সংস্থা।
আরও পড়ুনঃ কোমরের ব্যথায় নাজেহাল? রেহাই মিলবে এই ব্যায়াম গুলিতেই
এই নতুন জিও স্পেস ফাইবার ভারতীয়দের হাই-স্পিড ব্রডব্যান্ড পরিষেবা অফার করবে। দেশের যে সমস্ত জায়গায় ইন্টারনেট এক কথায় ভাবাই যায় না, সেখানেই স্যাটেলাইট ভিত্তিক এই গিগাফাইবার পরিষেবা দিতে চলেছে Reliance Jio। অত্যন্ত সাশ্রয়ী মূল্যে পরিষেবাটি সারা দেশে জুড়ে পাওয়া যাবে। এই মুহুর্তে, জিও স্পেস ফাইবার এখন ভারতের মাত্র চারটি স্থানে পাওয়া যাচ্ছে।
এগুলি হল গুজরাটের গির, ছত্তিসগঢ়ের কোরবা, ওড়িশার নাবরাংপুর এবং অসমের ONGC-জোরহাট। রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের চেয়ারম্যান আকাশ আম্বানি জানিয়ছেন, ‘Jio ভারতে লক্ষ লক্ষ বাড়ি এবং ব্যবসাকে প্রথমবার ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যাবহার করার সুযোগ দিয়েছে। জিও স্পেস ফাইবার -এর সাহায্যে, আমরা আমাদের পরিষেবাকে প্রসারিত করছি যাতে এখনও সংযুক্ত হওয়া বাকি এমন লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছানো যায়।
জিও স্পেস ফাইবার অনলাইন সরকার, শিক্ষা, স্বাস্থ্য, এবং বিনোদন পরিষেবাগুলিতে গিগাবিট অ্যাক্সেস সহ নতুন ডিজিটাল সমাজে সম্পূর্ণরূপে অংশগ্রহণের জন্য, সর্বত্র সকলকে সুযোগ দেবে’। শুক্রবার ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে জিও প্যাভিলিয়নে আকাশ আম্বানি তার নতুন প্রযুক্তি অর্থাৎ জিও স্পেস ফাইবার সহ রিলায়েন্স জিও-র দেশি প্রযুক্তি ও প্রোডাক্টগুলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখান।
ইন্টারনেট দুনিয়ায় বিপ্লব ঘটাল Jio, চালু হল Jio স্পেস ফাইবার
এই মুহূর্তে দেশের প্রায় ৪৫০ মিলিয়ন কনজ়িউমারকে হাই স্পিড ব্রডব্যান্ড ফিক্সড লাইন এবং ওয়্যারলেস সার্ভিস অফার করছে Jio। এদিকে আবার বিশ্বে এই পরিষেবাই অফার করে ইলন মাস্কের সংস্থা Starlink। তারাও ভারতে তাদের ব্যবসা শুরু করার অনুমতি পেয়ে গিয়েছে। খুব শীঘ্রই হয়তো স্টারলিঙ্কও তার পরিষেবার শুভারম্ভ করবে ভারতে।