শালবনির জমি ফেরাচ্ছে না জিন্দাল গোষ্ঠী! তাহলে সৌরভের কারখানার কী হবে?
Jindal clan is not returning the land of Shalboni!

নজরবন্দি ব্যুরো: ২০০৮ সালে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে জিন্দালদের ৪১০০ একর জমি দিয়েছিল বামফ্রন্ট সরকার। তার মধ্যে ৮৫০ একর জমি সিমেন্ট গ্রাইন্ডিং ইউনিট, পাওয়ার প্ল্যান্ট এবং রেলওয়ে সাইডিং তৈরি করা হয়েছিল। বাকি জমি অব্যবহৃত অবস্থায় পড়েছিল। ওই জমি ফেরত দিতে চেয়ে রাজ্য সরকারের কাছে আবেদন করেছিল তারা।

আরও পড়ুন: বারবার সমন পাঠাচ্ছে ইডি? হাইকোর্টের নির্দেশে লিখিত জবাব জমা অভিষেকের

কিন্তু এখন তাঁরা বেঁকে বসেছেন। এখন ওই শিল্পগোষ্ঠীর তরফে জানানো হয়েছে শালবনীতে যে বাকি জমি আছে সেখানে তৈরি হবে শিল্প পার্ক। যেখানে দেশি-বিদেশি সংস্থা বিনিয়োগ করে তাদের কারখানা তৈরি করবে । এদিকে গত সপ্তাহেই মুখ্যমন্ত্রীর স্পেন সফরের সঙ্গী হয়ে সৌরভ ঘোষণা করেছিলেন জিন্দালদের ফেরত দেওয়া জমিতে তিনি তৈরি করবেন ইস্পাত কারখানা।

Shalboni Land: শালবনির জমি ফেরাচ্ছে না জিন্দাল গোষ্ঠী! তাহলে সৌরভের কারখানার কী হবে?

প্রাক্তন ভারত অধিনায়কের এই আশ্বাসে কর্মসংস্থানের আশার বুক বেঁধেছিল বাংলা। কিন্তু এই ঘোষণার পর একটাই প্রশ্ন যে জমিতে শিল্প করার কথা ঘোষণা করেছিলেন সৌরভ, তার কী হবে? শোনা যাচ্ছে ক্যাপ্টেন টিএমটি বার নির্মাতা, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং শেয়ারহোল্ডার সৌরভ, তিনি ওই শিল্পপার্কের ভিতরই স্পঞ্জ-আয়রন-ভিত্তিক প্ল্যান্ট স্থাপন করতে আগ্রহী।

শালবনির জমি ফেরাচ্ছে না জিন্দাল গোষ্ঠী! তাহলে সৌরভের কারখানার কী হবে?

Shalboni Land: শালবনির জমি ফেরাচ্ছে না জিন্দাল গোষ্ঠী! তাহলে সৌরভের কারখানার কী হবে?

জিন্দাল গোষ্ঠীর প্রস্তাবটি রাজ্য প্রশাসনও ভালভাবে নিচ্ছে। প্রশাসন মনে করছে, রাজ্য সরকারের তুলনায় অনেক ভাল ভাবে শিল্পপার্ক গড়ে তুলতে পারবে বেসরকারি সংস্থাটি।