Jhulan Goswami: ইডেনে হবে ঝুলনের নামে স্ট্যান্ড, আমি ভাগ্যবান বললেন চাকদা এক্সপ্রেস

ইডেনে হবে ঝুলনের নামে স্ট্যান্ড, আমি ভাগ্যবান বললেন চাকদা এক্সপ্রেস
There will be a stand named after Jhulan in Eden.

নজরবন্দি ব্যুরোঃ লর্ডসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ঝুলন গোস্বামী। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচ খেলে দীর্ঘ ২০ বছরের কেরিয়ারে‌ ইতি টানলেন। শনিবার ম্যাচ চলাকালীন ‘গার্ড অফ অনার’ দেওয়া হয় ঝুলনকে। ইংল্যান্ডের মেয়েরাও দেন আগামীর শুভেচ্ছা। সতীর্থদের কাঁধে চেপে শেষবারের মতো মাঠ ছাড়েন ‘চাকদা এক্সপ্রেস’।

আরও পড়ুনঃ খুশীর খবর, পুজোর মুখে দক্ষিণবঙ্গে আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই

তাঁকে নিয়ে স্বাভাবিক ভাবেই আবেগপ্রবণ বাংলা তথা ভারতীয় ক্রিকেট মহল। মাস কয়েক আগে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মিতালি রাজ ৷ এ বার তাঁরই সতীর্থ ঝুলনও অবসর নিলেন। অবসরের সময় তাঁর ঝুলিতেও রয়েছে মোট ৩৫২টি উইকেট ৷ মহিলা ক্রিকেটে বিশ্বের এক নম্বর ক্রিকেটারও হয়েছেন তিনি ৷

ইডেনে হবে ঝুলনের নামে স্ট্যান্ড, আমি ভাগ্যবান বললেন চাকদা এক্সপ্রেস
ইডেনে হবে ঝুলনের নামে স্ট্যান্ড, আমি ভাগ্যবান বললেন চাকদা এক্সপ্রেস

ডায়না এডুলজির পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে পদ্ম সম্মানে ভূষিত হয়েছেন ৷ এহেন ঝুলন বললেন মাঠে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাওয়া আমার জীবনের সেরা মুহূর্ত। ভারতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে জাতীয় সঙ্গীত গাওয়া জীবনের সেরা প্রাপ্তি। জার্সিতে ‘ভারত’ শব্দটা লেখা রয়েছে। সেটা দেখলেই উজ্জীবিত হয়ে যাই। ঝুলনের এই অবসরে সিএবি তাঁকে বিশেষ সম্মান দিতে চলেছে।

ইডেনে হবে ঝুলনের নামে স্ট্যান্ড, আমি ভাগ্যবান বললেন চাকদা এক্সপ্রেস

ইডেনে হবে ঝুলনের নামে স্ট্যান্ড, আমি ভাগ্যবান বললেন চাকদা এক্সপ্রেস

ইডেনে হবে ঝুলনের নামে স্ট্যান্ড, আমি ভাগ্যবান বললেন চাকদা এক্সপ্রেস

এদিন অভিষেক ডালমিয়া বলেন, ‘ইডেন গার্ডেন্সে ঝুলনের নামে একটা স্ট্যান্ড করার ইচ্ছা আছে। ও স্পেশাল ক্রিকেটার এবং কিংবদন্তিদের সঙ্গে থাকার অধিকার আছে। অনুমতির জন্য আমরা দ্রুত আর্মির সঙ্গে কথা বলব। বার্ষিক অনুষ্ঠানে ঝুলনকে বিশেষ সংবর্ধনা দেওয়ারও পরিকল্পনা রয়েছে।