Mamata Banerjee: হাওড়া স্টেশনে মমতাকে উদ্দেশ্য করে জয় শ্রীরাম স্লোগান, থামাতে এগিয়ে এলেন কেন্দ্রীয় মন্ত্রীরা  

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার ভোরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন। তাই কলকাতায় উপস্থিত হবেন না প্রধানমন্ত্রী। তাই সকাল বেলাতেই হাওড়া স্টেশনে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া স্টেশনে মমতাকে উদ্দেশ্য করে জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করেন বেশ কিছু ব্যক্তি। পরে পরিস্থিতি সামাল দিতে উপস্থিত হন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার।

আরও পড়ুনঃ PM Narendra Modi: প্রয়াত প্রধানমন্ত্রীর মা, বঙ্গ সফরে আসা নিয়ে সংশয়

এদিন সকাল ১১ টা নাগাদ উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। সেই সময় বন্দে ভারত ট্রেনের সামনে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে উদ্দেশ্য করে জয় শ্রীরাম স্লোগান দিতেই মাঠে নামেন মন্ত্রীরা। মানুষকে শান্ত করার চেষ্টা করেন মন্ত্রী সুভাষ সরকার। সবাইকে চুপ থাকার জন্য অনুরোধ করেন তিনি। রেলমন্ত্রী নিজে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন।

হাওড়া স্টেশনে মমতাকে উদ্দেশ্য করে জয় শ্রীরাম স্লোগান, মঞ্চের বাইরে বসলেন মমতা 
হাওড়া স্টেশনে মমতাকে উদ্দেশ্য করে জয় শ্রীরাম স্লোগান, মঞ্চের বাইরে বসলেন মমতা

এর আগে ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে একই ঘটনা ঘটেছিল। সেই সময় মুখ্যমন্ত্রীর পাশে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীও। মুখ্যমন্ত্রী ভাষণ দিতে উঠলেই জয় শ্রীরাম স্লোগান শুরু হয়। সেই সময় বক্তব্য রাখেননি। এদিন সুভাষ সরকারকে বলতে শোনা যায়, এদিন ভারত সরকারের অনুষ্ঠান। সবাইকে শান্ত থাকার অনুরোধ জানান তিনি। তবে মুখ্যমন্ত্রী যে মোটেই গোটা ঘটনায় খুশি নন তা স্পষ্ট। তিনি মঞ্চে উঠলেন না। মঞ্চের বাইরে চেয়ারে বসলেন।

হাওড়া স্টেশনে মমতাকে উদ্দেশ্য করে জয় শ্রীরাম স্লোগান, মঞ্চের বাইরে বসলেন মমতা 

Mamata Banerjee: হাওড়া স্টেশনে মমতাকে উদ্দেশ্য করে জয় শ্রীরাম স্লোগান, থামাতে এগিয়ে এলেন কেন্দ্রীয় মন্ত্রীরা  

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা, নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার সহ একাধিক জন। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু মাতৃবিয়োগের কারণে এদিন ভার্চুয়ালি উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে SSC

প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে SSC

রায় ঘোষণার পরদিনই দলে দলে চাকরিচ্যুতরা ভিড় জমিয়েছেন ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে। তাঁদের সাফ প্রশ্ন, “সিবিআই-এর মতো সংস্থা যদি এতদিন ধরে তদন্ত করে যোগ্য অযোগ্য বাছতে অপারগ হয় তাহলে কি করে হবে?”
আজ থেকে শুরু তাপপ্রবাহের স্পেল, উত্তরেও চড়ছে পারদ, কেমন থাকবে আবহাওয়া?

আজ থেকে শুরু তাপপ্রবাহের স্পেল, উত্তরেও চড়ছে পারদ, কেমন থাকবে আবহাওয়া?

উত্তরবঙ্গের একাধিক জেলায় পারদ চড়বে। নীচের তিন জেলায় মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ক্রমেই তাপমাত্রা বাড়বে। তবে উপরের জেলাগুলিতে যেমন- দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
নিষিদ্ধ পল্লীর বাচ্চাদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য, প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে কুমারটুলি ফুটবল কোচিং সেন্টার

নিষিদ্ধ পল্লীর বাচ্চাদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য, প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে কুমারটুলি ফুটবল কোচিং...

কুমারটুলি ফুটবল কোচিং সেন্টারের সম্পাদক রাজীব গুহ ও তাঁর বন্ধু সঞ্জয় ঘোষ রায় যিনি ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলেছেন, তাঁদের উদ্দেশ্য ভালো মানের খেলোয়ার তৈরি করে ময়দানে পাঠানো ও বাংলা তথা ভারতের প্রতিনিধিত্ব করানো।
আপাতত তিহাড় জেলেই থাকবেন কেজরীওয়াল, ৭ মে তাঁকে আদালতে হাজির করানো হবে

আপাতত তিহাড় জেলেই থাকবেন কেজরীওয়াল, ৭ মে তাঁকে আদালতে হাজির করানো হবে

তিনি এ জন্য ১০০ কোটি টাকা ঘুষও নিয়েছিলেন। সেই টাকা পঞ্জাব এবং গোয়ার বিধানসভা নির্বাচনে আপের প্রচারে খরচ করা হয়েছে। কেজরীওয়াল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, ‘রাজনৈতিক স্বার্থ’ নিয়ে বিজেপি এ সব করছে।
বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

অবশেষে বাঘের চোখে জল! হ্যাঁ, তিনি আসলে বাঘমানুষ। সন্দেশখালির বেতাজ বাদশা। যাকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হয় ইডিকে। সকলকে চমকে দিয়ে নিঃশব্দে গা-ঢাকা দিয়ে থাকতে পারেন মাসের পর মাস। সেই শাহজাহান শেখ এবার প্রিজন ভ্যানে বসে স্ত্রী তসলিমা বিবির হাত ধরে কাঁদলেন!

Lifestyle and More...