পাঁচ উইকেটে জয় ভারতের, নয়া রেকর্ড জাদেজা-কুলদীপের
Jadeja-Kuldeep's new record

নজরবন্দি ব্যুরোঃ পিচ যেমনই হোক, রবীন্দ্র জাডেজার বোলিংয়ে ভরসা রাখা যায়। তেমনই রিস্ট স্পিনাররা যে কোনও পিচেই সাফল্য পান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে পিচ থেকে সাহায্য পেয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠলেন রবীন্দ্র জাডেজা এবং কুলদীপ যাদব। বিশেষ মাইলফলকে এই জুটি।

আরও পড়ুনঃ সিপিএম প্রার্থীর ব্যালট বিকৃতির অভিযোগ, নজিরবিহীন পদক্ষেপ আদালতের

টস হেরে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১১৪ রানেই অলআউট। এমনটা সম্ভব হয়েছে জাডেজা-কুলদীপ জুটিতেই। ইনিংসে সাত উইকেট তুলে নেন তাঁরা। প্রথমবার কোনও ভারতীয় জুটি হিসাবে এক ইনিংসে সর্বাধিক উইকেট পেয়েছেন তাঁরা। প্রথম ওয়ানডে ম্যাচে পাঁচ উইকেটে জিতেছে ভারত। ভারতের স্পিন জুটি রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব।

পাঁচ উইকেটে জয় ভারতের, নয়া রেকর্ড জাদেজা-কুলদীপের
পাঁচ উইকেটে জয় ভারতের, নয়া রেকর্ড জাদেজা-কুলদীপের

মাত্র ৬ রান দিয়ে চার উইকেট তুলে নেন কুলদীপ। অন্যদিকে ৩ উইকেট পান জাদেজা, ৩৭ রান দিয়ে। সবমিলিয়ে ভারতের স্পিনারদের খাতায় যায় সাতটি উইকেট। ভারতের ওয়ানডে ইতিহাসে এই ঘটনা প্রথমবার। দুই স্পিনার একসঙ্গে সাত উইকেট পেয়েছেন, এমন কখনও ঘটেনি। বাঁ হাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব ম্যাচের সেরার পুরস্কারও জেতেন।

India vs West Indies: পাঁচ উইকেটে জয় ভারতের, নয়া রেকর্ড জাদেজা-কুলদীপের

কুলদীপ অবশ্য বাড়তি কৃতিত্ব দিচ্ছেন তাঁর সিনিয়র বোলিং সঙ্গী রবীন্দ্র জাডেজাকেই। স্কোয়াডে রয়েছেন আর এক লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। ভারতীয় টিম ম্যানেজমেন্ট ভরসা রাখলেন কুলদীপে। ম্যাচ শেষে এই বাঁ হাতি লেগ স্পিনার বলছেন, ‘ওয়েস্ট ইন্ডিজকে পেসারদের স্বর্গ বলা হয়।

পাঁচ উইকেটে জয় ভারতের, নয়া রেকর্ড জাদেজা-কুলদীপের

India vs West Indies: পাঁচ উইকেটে জয় ভারতের, নয়া রেকর্ড জাদেজা-কুলদীপের

তবে এখানকার পিচ থেকে স্পিনাররা সাহায্য পাওয়ায় খুবই ভালো লাগছে। জাডেজার সঙ্গে মোট সাত উইকেট নিয়ে দলের জন্য অবদান রাখতে পেরে খুবই ভালো লাগছে। জাডেজা পিচ থেকে সাহায্য পাওয়ায় আরও আত্মবিশ্বাসের সঙ্গে বোলিং করতে পেরেছি। পিচে টার্নের সঙ্গে দারুণ বাউন্সও ছিল।’