নজরবন্দি ব্যুরো: পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। ইজরায়েল হামাস যুদ্ধের মাঝে পড়ে আক্রান্ত গাজা। ইতিমধ্যেই ১০ হাজার গাজাবাসীর মৃত্যু হয়েছে। এবার মার্কিন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকিন একটি চাঞ্চল্যকর দাবি তুললেন। তাঁর মতে, গাজাকে দু’ভাগে ভেঙে দেবার পরিকল্পনা করছে ইজরায়েল। যদি তাই বাস্তবে হয় তাহলে আগামীদিনে আরও সমস্যার সম্মুখীন হতে চলেছেন গাজার বাসিন্দারা।
আরও পড়ুন: বামেদের ইনসাফ যাত্রায় মীনাক্ষীর মুখে ফের একবার কেন্দ্র-রাজ্য সেটিং তত্ত্ব
ইজরায়েলি সেনার মুখপাত্র ড্যানিয়েল হাগারিও বলেছেন, “হামাসকে পুরোপুরি মুছে দিতে এটাই আমাদের রণকৌশল। গাজা সিটিকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। গাজাকে দুই ভূখণ্ডে ভেঙে ফেলা হবে উত্তর ও দক্ষিণ গাজা।” জানা গিয়েছে, সম্পূর্ণ গাজা শহরকে ঘিরে ফেলেছে ইজরায়েলি সেনা। হামাসকে চিরতরে নিকেশ করার পরিকল্পনা রয়েছে তাঁদের। রাজায় রাজায় যুদ্ধে উলুখাগড়া গাজার প্রাণ ওষ্ঠাগত।
রাশিয়া ইউক্রেনের পর এবার চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ইজরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। প্যালেস্তাইন বলা হলেও, ইজরায়েলের এই যুদ্ধ মূলত হামাস বাহিনীর বিরুদ্ধে। কিন্তু এর মধ্যে চাপ সৃষ্টি হচ্ছে গাজার ওপর। অনেক বিশেষজ্ঞই বলছেন, এই যুদ্ধ রূপ নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের।
ইজরায়েল-প্যালেস্তাইন দ্বন্দ্ব নতুন কোনও ঘটনা নয়। দুই দেশের মধ্যে বিবাদ পুরনো। দিন কয়েক আগেই প্যালেস্তাইনের হামাস বাহিনী ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছে ইজরায়েলের ওপর। এরপরই যুদ্ধ ঘোষণা করেছে ইজরায়েল।
গাজাকে দু’ভাগে ভেঙে দেবার পরিকল্পনা ইজরায়েলের? পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমেই ভয়াবহ
জেরুসালেম এবং গাজা স্ট্রিপের দখলকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে বিবাদ লেগেই থাকে। সম্প্রতি গাজা সীমান্তে প্যালেস্তাইনিদের অনুপ্রবেশ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইজরায়েল। আর তার ফলেই সংঘাত তীব্র আকার ধারণ করেছে।