নজরবন্দি ব্যুরোঃ গত বছরের মাঝামাঝি সময় করোনা পরিস্থিতি অপেক্ষাকৃত নিয়ন্ত্রনে থাকলেও সময়ের সাথে সাথে ফের বাড়তে থাকে সংক্রমণ। যারফলে প্রথম দিকে দেশের জনপ্রিয় ফুটবল লিগ তথা আই লিগে দেখা দেয় করোনার সংক্রমণ। যারফলে একটা সময় বন্ধের মুখে পড়ে এই ফুটবল লিগ।
আরও পড়ুনঃ করোনা কবলে স্থগিত আইএসএল, একেবারে ডার্বিতেই মাঠে নামবেন রয়কৃষ্ণারা?
তার পরবর্তী সময়ে দেশের সর্বোচ্চ জনপ্রিয় ফুটবল লিগ তথা আইএসএলেও ছড়িয়ে পড়ে করোনার নয়া ভ্যারিয়েন্ট তথা ওমিক্রন। প্রথম দিকে রয়কৃষ্ণার এটিকে মোহনবাগান শিবিরে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেলেও বর্তমানে এসসি ইস্টবেঙ্গল থেকে শুরু করে কেরালা ব্লাস্টার্স ও এফসি গোয়া ও নর্থইস্ট ইউনাইটেডের মত একাধিক দলে ছড়িয়ে পড়ে এই সংক্রমণ।

যারফলে একটা সময় কার্যত প্রশ্নের মুখে পড়ে এই টুর্নামেন্ট। অনেকেই মনে করে ছিলেন হয়ত করোনা কাঁটায় বন্ধ হয়ে যাবে গোটা টুর্নামেন্ট। তবে আয়োজক কমিটির তরফ থেকে যে সিদ্ধান্ত উঠে এসেছে সেই অনুযায়ী আপাতত টুর্নামেন্ট বন্ধের কথা ভাবা হচ্ছে না। অর্থাৎ আগের সিদ্ধান্তই এবার বহাল রাখার কথা শোনা গেল কতৃপক্ষের তরফ থেকে। যারফলে ম্যাচ স্থগিত করে করেই আইএসএল চালিয়ে যাওয়ার ভাবনা স্পষ্ট হয়ে উঠে আসল এফএসডিএল কতৃপক্ষের তরফ থেকে।
ভয়াবহ রূপ নিয়েছে করোনা, স্থগিত হচ্ছে না আইএসএল

তবে এখানেই শেষ নয়। আরও জানা গিয়েছে, এই টুর্নামেন্টের বাতিল ম্যাচ গুলি আগামী কোন তারিখে আয়োজন করা সম্ভব হবে, সেই নিয়ে ক্লাবগুলির সাথে পুনরায় বৈঠকেও বসার কথা শোনা গিয়েছে আইএসএল আয়োজক কমিটির তরফ থেকে। সেজন্য নাকি সম্প্রচারকারী সংস্থার সাথেও বিশেষ আলোচনায় বসবে এফএসডিএল কতৃপক্ষ। জানা গিয়েছে এক্ষেত্রে নাকি সম্প্রচারকারী সংস্থার তরফের মতামত কেও গুরুত্ব দেওয়া হবে।