IPL: ডিসেম্বরেই ফের আইপিএলের নিলাম, ২৩ এর টুর্নামেন্ট হবে হোম-অ্যাওয়ে ফরম্যাটে, জানালেন সৌরভ

ডিসেম্বরেই ফের আইপিএলের নিলাম, ২৩ এর টুর্নামেন্ট হবে হোম-অ্যাওয়ে ফরম্যাটে, জানালো সৌরভ
ipl 2023 update

নজরবন্দি ব্যুরোঃ টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার পর মাসখানেক কাটতে না কাটতেই বেজে যাবে আইপিএলের দামামা। বোর্ড সূত্রের খবর, IPL এর আগামী মরশুমের নিলাম পর্ব ডিসেম্বরেই। খুব সম্ভবত ১৬ ডিসেম্বর। ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিসিসিআই। এমনকী ফ্র্যাঞ্চাইজিগুলিকে বেসরকারিভাবে জানিয়েও দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ সুইস সম্রাটের বিদায় লগ্নে কাঁদলেন প্রতিপক্ষও, টেনিসকে চির বিদায় জানালেন ফেডেরার

আগামী মাসে বোর্ডের নির্বাচন পর্ব মিটে গেলেই বিসিসিআই নিলামের প্রস্তুতি শুরু করে দেবে। ওপর দিকে আইপিএল ২০২৩-এ আর নির্বাচিত ভেন্যুতে নয়, খেলা হবে ফের হোম-অ্যাওয়ে ফরম্যাটেই। কলকাতায় বসে সরকারি ভাবে জানিয়ে দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। তিনি বলেন, ‘পরের মরসুমে আইপিএল ফিরবে ফের হোম এবং অ্যাওয়ে ফরম্যাটেই। দশ দলই তাদের ভেন্যুতে খেলবে।

ডিসেম্বরেই ফের আইপিএলের নিলাম, ২৩ এর টুর্নামেন্ট হবে হোম-অ্যাওয়ে ফরম্যাটে, জানালো সৌরভ

তবে এই মুহূর্তে বিসিসিআই বহু প্রতিক্ষীত উইমেন’স আইপিএলের প্রথম মরসুম নিয়ে কাজ করছে।’২০২৩-২৭ সাল পর্যন্ত আইপিএলের ৪১০টি ম্যাচের জন্য সম্প্রচার স্বত্ব বিত্রি হয়েছে রেকর্ড অঙ্কে। ৪৮ হাজার ৩৯০ কোটি টাকা লক্ষ্মীলাভ হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। আর গত আইপিএলের আগেই ১০টি দল নিয়ে মেগা নিলামের আয়োজন করেছিল বোর্ড।

ডিসেম্বরেই ফের আইপিএলের নিলাম, ২৩ এর টুর্নামেন্ট হবে হোম-অ্যাওয়ে ফরম্যাটে, জানালো সৌরভ

তবে এবারে আর মেগা নিলাম হবে না। এবারের নিলাম পর্ব হবে অনেক সংক্ষেপে। অনেক কম সংখ্যক ক্রিকেটার অংশ নেবেন। সেকারণেই একদিনে মিটিয়ে ফেলা হবে এই মিনি নিলাম পর্ব। সব ঠিক থাকলে আইপিএলের খেলা শুরু হওয়ার কথা মার্চের তৃতীয় সপ্তাহে।

ডিসেম্বরেই ফের আইপিএলের নিলাম, ২৩ এর টুর্নামেন্ট হবে হোম-অ্যাওয়ে ফরম্যাটে, জানালো সৌরভ

ডিসেম্বরেই ফের আইপিএলের নিলাম, ২৩ এর টুর্নামেন্ট হবে হোম-অ্যাওয়ে ফরম্যাটে, জানালেন সৌরভ

অর্থাৎ টুর্নামেন্টের মাস তিনেক আগেই নিলাম হয়ে যাবে। যা টুর্নামেন্টের ইতিহাসে বিরল। শেষ পর্যন্ত ডিসেম্বরে নিলাম হলে এক বছরের মধ্যেই দু’বার আইপিএলের নিলাম দেখবে ক্রিকেট বিশ্ব।