সামনে এল স্পেশিফিকেশন, চলতি বছরেই ভারতের বাজারে আইফোন 15
iPhone 15 in the Indian market this year

নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরেরই লঞ্চ হতে চলেছে আইফোন 15। এই সিরিজের অধীনে একাধিক মডেল আনতে পারে Apple। নতুন মডেলে থাকতে পারে চমকের পর চমক। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে আইফোন 15-এ পেরিস্কোপ ক্যামেরা ব্যবহার হতে পারে। Apple বিশ্লেষক মিং চি কুও সম্প্রতি এই তথ্য সামনে এনেছেন।

আরও পড়ুনঃ এয়ার ইন্ডিয়ার বড়সড় নিয়োগ, পাইলটদের কোটি টাকার বেতন দেবে টাটারা

তিনি বলেন আইফোন 15 হাই এন্ড মডেলে এই ক্যামেরা দিতে পারে Apple। আইফোন 15 প্রো ম্যাক্সে অথবা আইফোন 15 আল্ট্রা নামে এই ফোন বাজারে আসতে পারে।তবে এর মধ্যেই তার বেশ কিছু স্পেশিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। যা নিয়ে উত্তেজনার শেষ নেই ভক্তমহলের। জানা গিয়েছে, আইফোন 15 ও 15 প্রো মডেলে ইউএসবি ২.০ ও ৩.২ ব্যবহার করা হচ্ছে, যা এখনকার পোর্টের তুলনায় হতে চলেছে আরও ফাস্ট।

সামনে এল স্পেশিফিকেশন, চলতি বছরেই ভারতের বাজারে আইফোন 15

বদল আসতে চলেছে ডিজাইনেও। এই মডেলে ব্যবহার হতে চলেছে ডায়নমিক আইল্যান্ড। যা প্রথমবার আইফোন 14 প্রো-তে প্রথমবার ব্যবহার করেছিল অ্যাপল।আগের মডেলগুলির তুলনায় আকারেও সামান্য বড় হতে চলেছে আইফোন 15-এর ডিসপ্লে। নতুন মডেলে থাকছে আরও ভালো ডুয়াল ক্যামেরা, যা সাজানো হচ্ছে ডায়গনালি।

সামনে এল স্পেশিফিকেশন, চলতি বছরেই ভারতের বাজারে আইফোন 15
সামনে এল স্পেশিফিকেশন, চলতি বছরেই ভারতের বাজারে আইফোন 15

আইফোন 15, আইফোন 15 প্লাস, যেখানে ব্যবহার করা হচ্ছে A16 বায়োনিক চিপসেট। আইফোন 15 প্রো এবং 15 প্রো ম্যাক্সে ব্যবহার করা হবে A17 বায়োনিক চিপসেট। রঙের ভেরিয়েশনে বেশ ধামাকা আনতে চলেছে আইফোন 15। প্রো মডেলের জন্য। একটি ডার্ক রেড এডিশন নিয়ে আসছে অ্যাপল। আইফোন 15 ও আইফোন 15 প্লাস মডেল দু’টি মিলবে ব্লু এবং পিঙ্ক কালারে।

সামনে এল স্পেশিফিকেশন, চলতি বছরেই ভারতের বাজারে আইফোন 15

সামনে এল স্পেশিফিকেশন, চলতি বছরেই ভারতের বাজারে আইফোন 15

জানা গিয়েছে, Apple-এর আইফোন 15 প্রো স্মার্টফোনটি ৮ জিবি র্যা ম -এর সাথে উপলব্ধ হবে। এদিকে, স্ট্যান্ডার্ড আইফোন 15 এবং আইফোন 15 প্লাস স্মার্টফোনগুলিও ৬ GB র্যা ম -এর সাথে উপলব্ধ থাকবে বলে জানা গিয়েছে। পাশাপাশি, এগুলির র্যা ম আপগ্রেডও করা যেতে পারে। জানা গিয়েছে টেক জায়ান্ট চলতি বছরের সেপ্টেম্বরে একটি প্রেস ইভেন্টের মাধ্যমে আইফোন 15 সিরিজ লঞ্চ করতে পারে।