একাধিক ফিচার সহ নতুন চমক নিয়ে হাজির আইফোন ১২।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরো: একাধিক ফিচার সহ নতুন চমক নিয়ে হাজির আইফোন ১২। ফোন এর দুনিয়ায় তথাকথিত রাজা আইফোন বাজারে নিয়ে এলো নতুন ফোন।সাথে নিয়ে এলো একগুচ্ছ চমক। এই নতুন নতুন ফিচার এর চমক ফোন প্রেমিদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে আইফোন কে। নতুন আইফোন একসাথে আসছে আরো শক্তিশালী ও নতুন ফিচার নিয়ে। স্বাভাবিকভাবেই অ্যাপল এর এই নতুন ফোনের চাহিদায় গ্রাহকদের প্রবল ভিড়ই আশা করছে অ্যাপল কর্তৃপক্ষ।ফাইভজি নেটওয়ার্ক সুবিধাযুক্ত নতুন চারটি মডেলের আইফোন উন্মােচন করেছে অ্যাপল।

আরও পড়ুনঃ বাজার ধরতে এক ধাক্কায় অনেটা দাম কমাল স্মার্ট ফোনের, দেখে নিন আপানার বাজেটে আসছে কোনটি।

অ্যাপল নিশ্চিত করেছে ফাইভ জি নেটওয়ার্কে কাজ করা তাদের প্রথম হ্যান্ডসেট হতে যাচ্ছে আইফোন ১২। আইফোন ১২ সিরিজের মডেলগুলাে হলাে- আইফোন ১২, আইফোন ১২ মিনি, আইফোন ১২ প্রাে এবং আইফোন ১২ প্রাে ম্যাক্স । প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে যে এই ফোনসেটের একটি নতুন ‘মিনি’ মডেল থাকবে, যেটির স্ক্রিন থাকবে ৫.৪ ইঞ্চি। ১৩ই অক্টোবর মঙ্গলবার অ্যাপল প্রধান টিম কুক অনলাইন ইভেন্টটি শুরু করেন হােমপড মিনি ডিভাইস উন্মােচনের মধ্য দিয়ে। প্রধান নির্বাহী টিম কুক বলেন, “ডাউনলােড ও আপলােডের ক্ষেত্রে নতুন মাত্রা যােগ করবে ফাইভ জি।

আরাে হাই কোয়ালিটি ভিডিও মিং, আরাে সংবেদনশীল গেমিং, যােগাযােগের মাত্রায় আরাে নতুনত্বসহ অনেক পরিবর্তন আসবে এই ফোনে । আর আইফোন ১২-এ নতুন পাঁচ ন্যানােমিটার প্রসেসে তৈরি এ১৪ বায়ােনিক চিপ ব্যবহার করেছে অ্যাপল। ফলে আইফোন ১১ সিরিজের চেয়ে বেশি গতি এবং গ্রাফিক্স পাওয়া যাবে আইফোন ১২-এ। আইফোন ১২ সিরিজের সঙ্গে নতুন ‘ম্যাগসেইফ’ ফিচারও এনেছে অ্যাপল।ডিভাইসটির পেছনে চুম্বক পাত যােগ করেছে প্রতিষ্ঠানটি। ফলে ওয়্যারলেস চার্জিং প্যাডে ডিভাইসটি সহজে সঠিক স্থানে বসাতে পারবেন গ্রাহক।আর আইফোনের নতুন মডেলের প্রান্তগুলাে আগের মডেলগুলাের তুলনায় অপেক্ষাকৃত তীক্ষ হবে বলে জানানাে হযেছে।যেসব পরিবর্তন আসছে নতুন আইফোনেচার্জার বিহীন ফোনএই প্রথমবারের মত আইফোনের সাথে কোনাে চার্জার অথবা হেডফোন দেয়া হচ্ছে না।পরিবেশের ভারসাম্য এর কথা ভেবে এই সিদ্ধান্ত তাদের।

একাধিক ফিচার সহ নতুন চমক নিয়ে হাজির আইফোন ১২। অপেক্ষাকৃত বেশি দামী আইফোন ১২ প্রাে মডেলে স্ক্রিনটি বড় থাকবে এবং কম আলােয় ছবি তােলার সুবিধার্থে নতুন সেন্সর ব্যবহার করা হবে।সিরামিক শিল্ড অ্যাপল জানিয়েছে, আইফোন ১২’তে আগের মডেলগুলাের মত ৬.১ ইঞ্চি (১৫.৫ সেমি) স্ক্রিন রয়েছে,তবে এখন জমকালাে রঙয়ের সেটগুলাের জন্যএলসিডি’র বদলে ওএলইডি প্রযুক্তি।একাধিক ফিচার সহ নতুন চমক নিয়ে হাজির আইফোন ১২ নজরবন্দি ব্যুরো: ফোন এর দুনিয়ায় তথাকথিত রাজা আইফোন বাজারে নিয়ে এলো নতুন ফোন। সাথে নিয়ে এলো একগুচ্ছ চমক। এই নতুন নতুন ফিচার এর চমক ফোন প্রেমিদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে আইফোন কে। নতুন আইফোন একসাথে আসছে আরো শক্তিশালী ও নতুন ফিচার নিয়ে।

স্বাভাবিকভাবেই অ্যাপল এর এই নতুন ফোনের চাহিদায় গ্রাহকদের প্রবল ভিড়ই আশা করছে অ্যাপল কর্তৃপক্ষ।ফাইভজি নেটওয়ার্ক সুবিধাযুক্ত নতুন চারটি মডেলের আইফোন উন্মােচন করেছে অ্যাপল। অ্যাপল নিশ্চিত করেছে ফাইভ জি নেটওয়ার্কে কাজ করা তাদের প্রথম হ্যান্ডসেট হতে যাচ্ছে আইফোন ১২।আইফোন ১২ সিরিজের মডেলগুলাে হলাে- আইফোন ১২, আইফোন ১২ মিনি, আইফোন ১২ প্রাে এবং আইফোন ১২ প্রাে ম্যাক্স ।প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে যে এই ফোনসেটের একটি নতুন ‘মিনি’ মডেল থাকবে, যেটির স্ক্রিন থাকবে ৫.৪ ইঞ্চি।১৩ই অক্টোবর মঙ্গলবার অ্যাপল প্রধান টিম কুক অনলাইন ইভেন্টটি শুরু করেন হােমপড মিনি ডিভাইস উন্মােচনের মধ্য দিয়ে।প্রধান নির্বাহী টিম কুক বলেন, “ডাউনলােড ও আপলােডের ক্ষেত্রে নতুন মাত্রা যােগ করবে ফাইভ জি।

আরাে হাই কোয়ালিটি ভিডিও মিং, আরাে সংবেদনশীল গেমিং, যােগাযােগের মাত্রায় আরাে নতুনত্বসহ অনেক পরিবর্তন আসবে এই ফোনে । আর আইফোন ১২-এ নতুন পাঁচ ন্যানােমিটার প্রসেসে তৈরি এ১৪ বায়ােনিক চিপ ব্যবহার করেছে অ্যাপল।ফলে আইফোন ১১ সিরিজের চেয়ে বেশি গতি এবং গ্রাফিক্স পাওয়া যাবে আইফোন ১২-এ। আইফোন ১২ সিরিজের সঙ্গে নতুন ‘ম্যাগসেইফ’ ফিচারও এনেছে অ্যাপল।ডিভাইসটির পেছনে চুম্বক পাত যােগ করেছে।প্রতিষ্ঠানটি। ফলে ওয়্যারলেস চার্জিং প্যাডে ডিভাইসটি সহজে সঠিক স্থানে বসাতে পারবেন গ্রাহক।আর আইফোনের নতুন মডেলের প্রান্তগুলাে আগের মডেলগুলাের তুলনায় অপেক্ষাকৃত তীক্ষ হবে বলে জানানাে হযেছে।যেসব পরিবর্তন আসছে নতুন আইফোনেচার্জার বিহীন ফোনএই প্রথমবারের মত আইফোনের সাথে কোনাে চার্জার অথবা হেডফোন দেয়া হচ্ছে না।

পরিবেশের ভারসাম্য এর কথা ভেবে এই সিদ্ধান্ত তাদের।অপেক্ষাকৃত বেশি দামী আইফোন ১২ প্রাে মডেলে স্ক্রিনটি বড় থাকবে এবং কম আলােয় ছবি তােলার সুবিধার্থে নতুন সেন্সর ব্যবহার করা হবে।সিরামিক শিল্ড অ্যাপল জানিয়েছে, আইফোন ১২’তে আগের মডেলগুলাের মত ৬.১ ইঞ্চি (১৫.৫ সেমি) স্ক্রিন রয়েছে,তবে এখন জমকালাে রঙয়ের সেটগুলাের জন্যএলসিডি’র বদলে ওএলইডি প্রযুক্তি। অ্যাপল বলছে, এর কারণে নতুন আইফোন আগের চেয়ে ১১% বেশি সরু করে তৈরি করা সম্ভব হয়েছে তাদের জন্য। তারা আরাে জানিয়েছে যে নতুন সেটের স্ক্রিন বেশি রেজোলিউশনের এবং এতে ডিসপ্লের সুরক্ষা নিশ্চিত করতে ‘সিরামিক শিল্ড’ ব্যবহার করা হয়েছে যার ফলে হাত থেকে পড়ে যাওয়ার হিসেবে আগের চেয়ে ‘চারগুণ বেশি’ সুবিধা পাওয়া যাবে।ডেপথ সেন্সর অপেক্ষাকৃত বেশি দামী মডেলগুলােতে বড় আকারে ডিসপ্লে অন্তর্ভূক্ত করার জন্য সেগুলােকে নতুন করে ডিজাইন করা হয়েছে – আইফোন প্রাে’এর স্ক্রিন ৫.৮ ইঞ্চি থেকে ৬.১ ইঞ্চি এবং প্রাে ম্যাক্সের স্ক্রিন ৬.৫ ইঞ্চি থেকে ৬.৭ ইঞ্চি।

আরও পড়ুনঃআবহাওয়া বদলের সঙ্গে বাড়বে করোনার প্রকোপ, সাবধান করে একাধিক নির্দেশ জারি করল স্বাস্থ্য মন্ত্রক।

এছাড়াও এই সেটগুলােতে ‘লিডার’ (লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং) স্ক্যানার সংযুক্ত করা হয়েছে।এর ফলে ফোনের আশেপাশের পরিবেশের জন্য একটি ডেপথ ম্যাপ তৈরি হয়, যার ফলে কম আলােতে অটোফোকাস ‘ছয় গুণ দ্রুততায়’ করা সম্ভব।এছাড়া অগমেন্টেড রিয়েলিটির কাজ করার জন্যও এই সেন্সর ব্যবহৃত হতে পারে, যদিও এই ক্ষেত্রে খুব বেশি।গুরুত্ব দেয়া হয়নি। ফাইভ জি স্যামসাং ২০১৯ সালে গ্যালাক্সি এস ১০ ফোন বাজারে ছাড়ে যা ফাইভ জি নেটওয়ার্কে কাজ করে এবং এর পর হুয়াওয়ে, ওয়ান প্লাস ও গুগলও এই ধরণের ফোন বাজারে ছাড়ে।তবে বিশেষজ্ঞরা বলছেন, সেসব ফোন সম্পর্কে মানুষের আগ্রহ খুব একটা বেশি নেই।গবেষণা প্রতিষ্ঠান ফরেস্টারের টমাস হাসন বলেন,”অ্যাপল সাধারণত নতুন প্রযুক্তি বাজারে আনে না,তারা একটি প্রযুক্তি পরিপক্ক হওয়ার জন্য অপেক্ষা করে এবং ব্যবহারকারীদের সুবিধার্থে সেই প্রযুক্তির উন্নয়নে কাজ করে।”

একাধিক ফিচার সহ নতুন চমক নিয়ে হাজির আইফোন ১২। স্মার্ট স্পিকার নিজেদের স্মার্ট স্পিকার ‘হােমপড মিনি’র একটি নতুন ভার্সনও বাজারে ছেড়েছে অ্যাপল।এটি আরাে ব্যাপক পরিসরের ভয়েস কমান্ড সমর্থন করে। পাশাপাশি এটিতে একটি হােম ইন্টারকম লিমেও সচে।নিজেদের স্মার্ট স্পিকার ‘হােমপড মিনি’র একটি নতুন ভার্সনও বাজারে ছেড়েছে অ্যাপল।এটি আরাে ব্যাপক পরিসরের ভয়েস কমান্ড সমর্থন করে। পাশাপাশি এটিতে একটি হােম ইন্টারকম সিস্টেমও রয়েছে।অ্যাপলের প্রথম হােমপড ২০১৮ সালে বাজারে ছাড়া হয়, তবে এখন পর্যন্ত অ্যামাজন ও গুগলের স্পিকারের তুলনায় এটি অনেক পিছিয়ে রয়েছে।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ভোটের প্রথম দিনেই অশান্তি বাংলায়, পিসরুম থেকে নজরদারি রাজ্যপালের

ভোটের প্রথম দিনেই অশান্তি বাংলায়, পিসরুম থেকে নজরদারি রাজ্যপালের

শীতলকুচিতে এক বিজেপি কর্মীর ওপর হাঁসুয়া দিয়ে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তাঁর হাতে ও মাথায় কোপ পড়েছে বলে অভিযোগ। পাশাপাশি, ভোট দানেও বাধা দেওয়া হচ্ছে বলে বিজেপি কর্মীরা নালিশ জানিয়েছেন।
দেশের মধ্যে এগিয়ে বাংলা, সকাল ৯ টা পর্যন্ত সর্বোচ্চ ভোট পড়ল এরাজ্যে

দেশের মধ্যে এগিয়ে বাংলা, সকাল ৯ টা পর্যন্ত সর্বোচ্চ ভোট পড়ল এরাজ্যে

নির্বাচন কমিশনের তরফে তথ্য প্রকাশ করা হয়েছে। সকাল ৯ টা পর্যন্ত গোটা দেশের মধ্যে বাংলায় সর্বোচ্চ ভোটদান (Highest Rate of Voting in Bengal) হয়েছে। শতাংশের হার বাংলায় কত পড়ল ভোট?
প্রথম দফাতেই 'অশান্ত 'বাংলা, TMC-BJP তরজা, ভোট দিলেন ৩ কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা

প্রথম দফাতেই ‘অশান্ত ‘বাংলা, TMC-BJP তরজা, ভোট দিলেন ৩ কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা

১৯ এপ্রিল প্রথম দফার লোকসভা নির্বাচনে দেশের ১০২ টি কেন্দ্রে ভোট চলছে, যার মধ্যে বাংলার তিনটি কেন্দ্র রয়েছে। সকাল ৭ টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ পর্ব চলবে সন্ধ্যে ৭ টা পর্যন্ত। ২০২৪ লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হবে আগামী ৪ জুন।
নজর কাড়লেন 'কমরেড' অধীর! সেলিমের সমর্থনে বামপন্থী বেশে প্রদেশ কংগ্রেস সভাপতি

নজর কাড়লেন ‘কমরেড’ অধীর! সেলিমের সমর্থনে বামপন্থী বেশে প্রদেশ কংগ্রেস সভাপতি

আর এদিন অধীরকে কেউ আগে থেকে না চিনলেই ধরতেই পারতেন না যে তিনি কংগ্রেস নেতা। কাস্তে-হাতুড়ি-তারার সাদা উত্তরীয় গলায় দিয়ে অধীরকে কোনও অংশেই 'কমরেড'-এর চেয়ে কম মনে হয়নি। বরং মনে হচ্ছিল তিনি যেন দীর্ঘদিন বাম আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নেতা!
এই গরমে টক ডালেই মিলবে রেহাই, সারাদিন ফুরফুরে থাকবে শরীর, রইল রেসিপি

এই গরমে টক ডালেই মিলবে রেহাই, সারাদিন ফুরফুরে থাকবে শরীর, রইল রেসিপি

আমাদের দিদা ঠাকুমারা বলতেন, টক খেলে গায়ে রোদ লাগে না। কথাটা একদমই ভুল নয়। শরীর ঠাণ্ডা করতে সাহায্য করে কাঁচা আম। এতে শরীর খারাপ হওয়ার সম্ভাবনাও কম। জেনে নিন কীভাবে বানাবেন?

Lifestyle and More...