Microsoft: ২৭ বছরের জার্নি শেষ, বিদায় নিচ্ছে Internet explorer, জানুন এর ইতিহাস

Microsoft: ২৭ বছরের জার্নি শেষ, বিদায় নিচ্ছে Internet explorer, জানুন এর ইতিহাস
Microsoft: ২৭ বছরের জার্নি শেষ, বিদায় নিচ্ছে Internet explorer, জানুন এর ইতিহাস

নজরবন্দি ব্যুরোঃ ২৭ বছরের জার্নি শেষ করে ইন্টারনেটের জগত থেকে বিদায় নিচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার (Internet Explorer)। আগামীকাল ১৫ জুন আনুষ্ঠানিকভাবে অবসর নেবে এই জনপ্রিয় ব্রাউজার। আর তা নিয়েই আবেগে ভাসছেন অনেক ইন্টারনেট ব্যবহারকারী। ট্যুইটারে ট্রেন্ডিং রয়েছে বিদায় ইন্টারনেট এক্সপ্লোরার। কিন্তু জানেন কি কিভাবে তৈরি করা হয়েছিল এই ব্রাউসার কে? কি এর ইতিহাস?

আরও পড়ুনঃ মলদ্বীপ থেকে ফিরেই ছুট হাসপাতালে, হঠাৎ কি হল বিরাট-অনুষ্কার?

ইন্টারনেট এক্সপ্লোরার কি – ইন্টারনেট এক্সপ্লোরারের নাম অনেকেই শুনে থাকবেন। এটি উইন্ডোসের তৈরি একটি ওয়েব ব্রাউজার। আজকের দিনে microsoft-এর সবথেকে জনপ্রিয় ভার্সন হল উইন্ডোজ 10। এখন প্রতিদিন প্রায় আপডেট করে মাইক্রোসফট। বর্তমানে বাজারে চলছে উইন্ডোজ 11, অত্যাধুনিক এই ব্রাউসারে রয়েছে একাধিক নিজস্বতা, সরলীকরণ।

এর আগে যে সমস্ত ভার্সন গুলি ব্যবহার করা হতো সেগুলি হল – উইন্ডোজ 7, উইন্ডোস 8 এবং উইন্ডোজ XP। এই সমস্ত ভার্শন গুলিতে ইন্টারনেট একসেস করার জন্য যে ডিফল্ট ব্রাউজার টি ব্যইবহার করা হয় সেটির নাম হলো ইন্টারনেট এক্সপ্লোরার। যেটি microsoft-এর নিজস্ব তৈরি একটি ওয়েব ব্রাউজার।

২৭ বছরের জার্নি শেষ, বিদায় নিচ্ছে Internet explorer, জানুন এর ইতিহাস
২৭ বছরের জার্নি শেষ, বিদায় নিচ্ছে Internet explorer, জানুন এর ইতিহাস

এটি প্রধানত উইন্ডোজ অপারেটিং সিস্টেম বা কম্পিউটারে, ব্রাউজিং করার জন্য তৈরি করা হয়। মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহারকারী, বিনামূল্যে এই ওয়েব ব্রাউজার টি তাদের ল্যাপটপ বা কম্পিউটারে ব্যবহার করতে পারে। ১৯৯৫ সালের ১৬ ই আগস্ট, ৯৫ টি ভাষার সাথে ইন্টার্নেট এক্সপ্লোরের আবির্ভাব হয়। যেটি মাইক্রোসফট কোম্পানি উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য তৈরি করে।

int 3

উইন্ডোজ ব্যবহারকারীর সংখ্যা বেশি থাকায়, সেই সময়কার সবথেকে জনপ্রিয় ওয়েব ব্রাউজার Netscape কেও পেছনে করে দেয়, এই ওয়েব ব্রাউজার টি। এবং সেই সময়কার সবথেকে জনপ্রিয় এবং এক নম্বর ওয়েব ব্রাউজার ছিল, এই ইন্টারনেট এক্সপ্লোরার। কিন্তু পরবর্তীকালে ২০০৪ সালে firefox এবং ২০০৮ সালে Google Crome লঞ্চ হওয়ার পর, ইন্টারনেট এক্সপ্লোরারের চাহিদা এবং কাস্টমার ধীরে ধীরে কমে যায়। কারণ ইন্টারনেট এক্সপ্লোরার শুধুমাত্র উইন্ডোজে সাপোর্ট করতো।

২৭ বছরের জার্নি শেষ, বিদায় নিচ্ছে Internet explorer, জানুন এর ইতিহাস

in

ইন্টারনেট এক্সপ্লোরার একসময় বেশ জনপ্রিয় ছিল। তবে গত কয়েক বছরে এই ব্রাউজার প্রায় কেউই ব্যবহার করেননি। বেশিরভাগ মানুষেরই পছন্দের তালিকায় স্থান পেয়েছে গুগল ক্রোম, ফায়ারফক্সের মত ব্রাউসার। ফলে ব্যবহারহীন হয়ে পড়েছিল ইন্টারনেট এক্সপ্লোরার। এবার তার বিদায়ের পালা, আগামীকাল থেকেই বন্ধ হচ্ছে মাইক্রোসফটের এই পরিষেবা।