নজরবন্দি ব্যুরোঃ ফের ভারতে আয়োজিত হতে চলেছে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা। সিইও জুলিয়া মোরলে ঘোষণা করলেন সেই খবর। চলতি বছরের নভেম্বরেই অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠান। এর আগে সেই ১৯৯৬ সালের ২৩ শে নভেম্বর ভারতে মিস ওয়ার্ল্ড অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। সেইবারে সেরার মুকুট জুটেছিল গ্রীসের সুন্দরী ইরেন স্ক্লিভা।
আরও পড়ুনঃ ভারতের শীর্ষ ভূতুড়ে জায়গাগুলি! “সাক্ষাৎ যেন মৃত্যুপুরী”
সেই বছর ভারত থেকে সুন্দরী রানি জয়রাজ পঞ্চম স্তানে ছিলেন। প্রায় প্রত্যেক বছর নভেম্বর মাসেই বিশ্বসুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবছরও তাই হবে। ৭১ তম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশ নেবে প্রায় ১৩০ দেশের প্রতিযোগী। প্রায় ২৭ বছরের মাথায় ভারতে অনুষ্ঠিত এই বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় ঐশ্বর্য রাই, প্রিয়াঙ্কা চোপড়া, যুক্তা মুখী, মানুষি ছিল্লারদের উত্তরসূরি বেছে নেওয়া হবে।

তবে নভেম্বরের কত তারিখে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তা এখনও জানা যায়নি। তবে তথ্য অনুযায়ী এক মাস ধরে এই প্রতিযোগিতার প্রস্তুতি। তবে বিশ্বসুন্দরির বিচার শুধুমাত্র সুন্দরতা দিয়ে হবে না অন্যবারের মত হবে সুন্দর ও প্রতিভা দিয়েই। প্রতিযোগীদের বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত করা হবে।
তিন দশক পর ভারতে আয়োজিত বিশ্বসুন্দরী প্রতিযোগিতা, তারিখ কি প্রকাশ্যে এলো?

ভারতীয়দের জন্য এবারে এটা খুব উৎসাহের প্রতিযোগিতা। কারণ বহু বছর পর আবার ভারতের মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তবে এবারে কি ভারত থেকে কেউ হবে সেরা সুন্দরী। সেটা তো দেখার বিষয়। গতবছর শেষ বিশ্বসুন্দরী হয়েছিলেন পোল্যান্ডের কারোলিনা বিয়েলস্কা। তিনি এই মুহূর্তে ভারতে সমস্ত প্রতিযোগীদের সাহায্য করার জন্য এসেছেন।