নজরবন্দি ব্যুরো: রবিবার সকাল সকাল এশিয়ান গেমসে ভারতের পদক প্রাপ্তি। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে রূপো পেলেন মেহুলিরা। গতকাল এশিয়ান গেমসের সরকারি উদ্বোধন হয়েছে।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৪ সেপ্টেম্বর, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী একনজরে
সেই দিক থেকে দেখতে হলে, আজ এশিয়াডের প্রথম দিন। আর দিনের শুরুতেই ভারতের জন্য সুখবর। ১৯তম এশিয়ান গেমস থেকে ভারতকে প্রথম পদক এনে দিলেন মেহুলি ঘোষ, রমিতা ও আশি চৌকসে।
এই ইভেন্টে সোনা জিতেছে চিন। তাদের পয়েন্ট ১৮৯৬.৬। দ্বিতীয় স্থানে শেষ করা ভারতীয় দলের পয়েন্ট ১৮৮৬। ব্রোঞ্জ পেয়েছে মঙ্গোলিয়া। তাদের পয়েন্ট ১৮৮০। তবে এর আগেই গেমসের আসর থেকে দেশকে প্রথম পদক দেন রোয়ারেরা।
রবিবার সকালে এশিয়ান গেমসে পদক প্রাপ্তি ভারতের, বাংলার মেহুলির হাত ধরে রুপো শুটিংয়ে
রোয়িংয়ে লাইটওয়েট মেনস ডবলস স্কালস ইভেন্টে রূপো জেতেন ভারতের অর্জুন লাল জাট এবং অরবিন্দ সিং। রোয়িংয়ের কক্সলেস পেয়ারে ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতের বাবুলাল যাদব এবং লেখ রাম। রোয়িংয়েই কক্স এইটে ভারতীয় দল জিতেছে রুপোর পদক।