বিশ্বকাপ আর ঠোঁটের মাঝে শুধু একটি ম্যাচ, কেমন হতে পারে রোহিতের প্রথম একাদশ
India's first XI in the final match of the World Cup

নজরবন্দি ব্যুরোঃ সেজে উঠেছে মঞ্চ। দুই শিবিরেই শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। এখন শুধু অপেক্ষা। ভারত না অস্ট্রেলিয়া কার হাতে উঠবে বিশ্বকাপ ? তা দেখার জন্য মরিয়া ক্রিকেটবিশ্ব। প্রায় এক যুগ পর বিশ্বকাপ ফাইনাল। তাই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে কাজ করছে বাড়তি উত্তেজনা।

আরও পড়ুনঃ ভারত বিশ্বকাপ জিতলেই নগ্ন হবো! অভিনেত্রীর মন্তব্যে তোলপাড় সোশ্যাল মডিয়া

দেশের চায়ের দোকান থেকে বাস, ট্রাম সব জায়গায় এখন একটাই আলোচনা, তেইশের বদলা চাই। ২০০৩ বিশ্বকাপে ভারতকে হারিয়ে বিশ্বকাপ নিয়ে দেশে ফিরেছিল অজিরা। তবে এ বার রোহিত-বিরাটদের হাতেই উঠুক বিশ্বকাপ আশায় বুক বাঁধছে গোটা দেশ। রবিবার দেশ জুড়ে যেন অঘোষিত ছুটি।

বিশ্বকাপ আর ঠোঁটের মাঝে শুধু একটি ম্যাচ, কেমন হতে পারে রোহিতের প্রথম একাদশ
বিশ্বকাপ আর ঠোঁটের মাঝে শুধু একটি ম্যাচ, কেমন হতে পারে রোহিতের প্রথম একাদশ

রবি-দুপুর জমবে ভার-অস্ট্রেলিয়া ফাইনালে। তবে এই মহারণের জন্য কেমন হতে পারে ভারতীয় একাদশ? গত ম্যাচের পুরো দলই কী নামবে ফাইনালে? না পরিবর্তন হতে পারে? অনেকেই মনে করছেন অজিদের কাছে আছে বাঁহাতি ব্যাটার। ফলে রবিচন্দ্রন অশ্বিনকে দলে নেওয়া হতে পারে। কিন্তু ভারতীয় দলের রক্ষণশীল কোচ দ্রাবিড় কী সেই কাজ করবেন? জিততে থাকা দলে অহেতুক পরিবর্তনের পক্ষে নন কোচ।

বিশ্বকাপ আর ঠোঁটের মাঝে শুধু একটি ম্যাচ, কেমন হতে পারে রোহিতের প্রথম একাদশ

India's first XI: বিশ্বকাপ আর ঠোঁটের মাঝে শুধু একটি ম্যাচ, কেমন হতে পারে রোহিতের প্রথম একাদশ

তাই গতকালের ম্যাচে এই রকম হতে পারে। রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ। যদি অশ্বিনকে খেলানো হয় তাহলে সে ক্ষেত্রে বাদ যেতে পারেন সূর্য কুমার। তবে সেটা না হবার সম্ভবনাই বেশি।

India's first XI: বিশ্বকাপ আর ঠোঁটের মাঝে শুধু একটি ম্যাচ, কেমন হতে পারে রোহিতের প্রথম একাদশ