নজরবন্দি ব্যুরো: ইন্টার কন্টিনেন্টাল কাপে জয় ভারতের, মঙ্গোলিয়াকে ২-০ গোলে হারাল সুনীল ছেত্রীরা। বিপক্ষ দলের বিরুদ্ধে ধারে ও ভারে অনেকটাই এগিয়েছিল ভারত। রেফারির শেষ বাঁশি বাজার পরও চিত্রটা বদলালো না।
আরও পরুন:Kolkata Premier League: কলকাতা প্রিমিয়ার লিগে কোন গ্রুপে ইস্টবেঙ্গল ও মোহনবাগান?
ইন্টার কন্টিনেন্টাল কাপে দুরন্ত ছন্দে অভিযান শুরু করল ভারতীয় ফুটবল দল। রীতিমত দাপুটে জয় মেন ইন ব্লুদের। খেলার মাত্র ২ মিনিটের মাথাতেই অনিরুদ্ধ থাপার ক্রস থেকে বিপক্ষের জালে বল জড়িয়ে দেন সাহাল আব্দুল সামাদ। এর ১২ মিনিট পর ফের ব্যবধান বাড়ায় ভারত। কর্নার কিককে কাজে লাগিয়ে গোল করতে ভুল করেননি ছাংতে। খেলার প্রথমার্ধেই ২-০ গোলের লিড নেয় ভারত, মঙ্গোলিয়ার বিরুদ্ধে।
Relive the #BlueTigers’ 🐯 win over Mongolia 🇲🇳 from last night 🔥
Full match highlights on our YouTube channel 👉🏽 https://t.co/nf6JqgWFZB#HeroIntercontinentalCup 🏆 #INDMNG ⚔️ #IndianFootball ⚽️ pic.twitter.com/Lk6ruD5Ned
— Indian Football Team (@IndianFootball) June 10, 2023
এরপর খেলার দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ পেয়েছিল উদান্ত সিংরা। কিন্তু তা কাজে লাগাতে পারেনি। অন্যদিকে মঙ্গোলিয়ান ফুটবলারেরা ভারতীয় রক্ষণ ভাঙতে একেবারেই ব্যর্থ হয়। রক্ষণ আটসাটো রেখেছিল ইগর স্টিম্যাচের ছেলেরা। যার সুবাদে তিনটি মূল্যবান পয়েন্ট ঝুলিতে ভরেই মাঠ ছাড়েন সন্দেশরা। চলতি টুর্নামেন্টে প্রথমবার মঙ্গোলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারৎ। প্রথম সাক্ষাৎ তাতেই এল তৃপ্তির জয়।
ইন্টার কন্টিনেন্টাল কাপে জয় ভারতের, মঙ্গোলিয়াকে ২-০ গোলে হারাল সুনীলরা

আগামী বছর জানুয়ারিতে এশিয়ান কাপের প্রস্তুতিপর্ব রয়েছে। এই কারণে চলতি টুর্নামেন্টকে প্রতিযোগিতার মঞ্চ হিসেবে দেখছেন ভারতের কোচ ইগর স্টিম্যাচ। পাশাপাশি তরুণদের সুযোগ দিয়ে তাঁদেরও দেখে নিতে চাইছেন। এই লক্ষ্যের প্রথম খেলায় ভালভাবেই উত্তীর্ণ ভারতীয় দল।
সোমবার ভানুয়াতুর মুখোমুখি হবে সন্দেশ ঝিংঘান আনোয়াররা। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে এই জয় যে সুনীলদের বাড়তি অক্সিজেন জোগাবে বলাই চলে।