নজরবন্দি ব্যুরো: হাতে আর পাঁচ মাস। তারপরেই ভারতে অনুষ্ঠিত হবে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ। ১০ দলের মেগাইভেন্ট চলবে অক্টোবর-নভেম্বর মাস জুড়ে। ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার পুরো বিশ্বকাপটাই অনুষ্ঠিত হবে ভারতে। বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে ভারতই পেয়েছে গুরুদায়িত্ব।
আরও পড়ুন: আজ প্রথম কোয়ালিফায়ার, মুখোমুখি মাহি-হার্দিক
আইসিসি-র শোপিস ইভেন্টে ভারতকে দেখা যাবে ঝকঝকে নতুন জার্সিতে। বিরাট কোহলি, রোহিত শর্মাদের নতুন কিট স্পনসর হল অ্যাডিডাস। আগামী মাস থেকেই এই সংস্থার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করল ভারতীয় ক্রিকেট বোর্ড। মঙ্গলবার বিসিসিআই সরকারি ভাবে জানিয়ে দিল সেই কথা।
টেস্ট বিশ্বকাপে সাদা জার্সিতে থাকবে তাদের লোগো। রঙিন জার্সি দেখতে কেমন হবে তা এখনও জানায়নি বোর্ড। বোর্ডের তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেখানে ভারতের বিভিন্ন সময়ের জার্সি তুলে ধরা হয়েছে। বোর্ডের তরফে জানানো হয়েছে শুধু রোহিত শর্মা, বিরাট কোহলিদের জার্সি নয়, নতুন সংস্থা অ্যাডিডাস জার্সি বানাবে হরমনপ্রীত কৌরদের দলের জন্যেও।

অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের জার্সিও বানাবে তারা। এই নিয়ে জয় শা তাঁর ট্যুইটে লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে বিসিসিআই-এর সঙ্গে অ্যাডিডাসের পার্টনারশিপের ঘোষণা করছি। তারা আমাদের কিট স্পনসর হয়েছে। আমরা ক্রিকেটের উন্নতির জন্য দায়বদ্ধ।
ফের জার্সি বদল রোহিতদের, এবার অ্যাডিডাসের তৈরি পোশাকে মাঠে নামবেন ভারতীয় ক্রিকেটাররা
বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় স্পোর্টসওয়্যার ব্র্যান্ডের সঙ্গে যুগলবন্দি করতে পেরে আমরা উচ্ছ্বসিত’। উল্লেখ্য, বিসিসিআই ভারতীয় কোম্পানি কেওয়াল কিরণ ক্লোদিং লিমিটেডের সঙ্গে ৩১ মে পর্যন্ত চুক্তিবদ্ধ। এর পরেই রোহিতদের জার্সিতে লাগবে অ্যাডিডাসের লোগো।
We are excited to join hands 🤝 with #adidasIndia as the official kit sponsor of the Indian Cricket Team!
Get ready to witness our Indian Cricket Team in the iconic #3stripes! #adidasXBCCI #adidasIndiaCricketTeam #ImpossibleisNothing pic.twitter.com/jb7k2Hcfj9
— BCCI (@BCCI) May 23, 2023