নজরবন্দি ব্যুরোঃ ২০২৩ সালে এশিয়ার সেরা হল ভারত। ফাইনালে শ্রীলঙ্কাকে কার্যত একতরফাভাবে হারাল রোহিত বাহিনী। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা মাত্র ৫০ রানে অল আউট হয়ে যায়। জবাবে ৬.১ ওভারেই নির্ধারিত রান তুলে ফেলেন শুভমন গিল ও ঈশান কিষণ। এই নিয়ে ৮ বারের জন্য এশিয়া কাপ জিতল ভারত। বিশ্বকাপের আগে এই ট্রফি জয় অনেকটাই আত্মবিশ্বাস বাড়িয়ে দিল ভারতীয় শিবিরের।
আরও পড়ুনঃ সিরাজের ম্যাজিক স্পেলে শ্রীলঙ্কার এশিয়া কাপ জেতার স্বপ্ন প্রায় শেষ!
মাঠে বসে যারা খেলা দেখছেন বা টিভির সামনে যারা চোখ রেখেছেন এশিয়া কাপ ফাইনালের দিকে, তাঁরা প্রায় কেউই বিশ্বাস করতে পারছেন না, এটা হচ্ছেটা কী! টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ভারতের জোরে বোলার মহম্মদ সিরাজের সামনে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ল শ্রীলঙ্কার ব্যাটিং। ৭ ওভার বল করে ৬ উইকেট নিলেন সিরাজ। ১৫.২ ওভারে মাত্র ৫০ রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস।
📸📸 That winning feeling 😃👌#TeamIndia | #AsiaCup2023 | #INDvSL pic.twitter.com/l3lz2UdjQ0
— BCCI (@BCCI) September 17, 2023
রান তাড়া করতে নেমে রোহিত শর্মা নিজে না নেমে ঈশান কিষাণকে শুরুতে নামিয়ে দেন। শুভমন ও ঈশানের জুটিই ২৬৩ বল বাকী থাকতেই ভারতকে এই জয় এলে দিলেন। শুভমন করলেন ১৯ বলে ২৭ এবং ঈশান ১৮ বলে ২৩ রান করলেন। দু’জন মিলে মারলেন ৯টি চার অর্থাৎ ৩৬ রান শুধু বাউন্ডারিতেই তুললেন। বাকী মাত্র ১৫ রান দৌড়ে নিলেন তাঁরা।
৮ বারের জন্য এশিয়ার সেরা ভারত, এবার লক্ষ্য বিশ্বকাপ জয়!
এরপর শুরু হয়ে যাবে বিশ্বকাপ। আগামী ৩০শে সেপ্টেম্বর ইংল্যান্ড এবং ৬ই অক্টোবর নেদারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। এশিয়া কাপ থেকে বেশ কয়েকটি ইতিবাচক বিষয় খুঁজে পেল ভারত। প্রথমত, জশপ্রীত বুমরা চেনা ছন্দে ফিরলেন। দুই, চোট কাটিয়ে ফিরে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করে মিডল অর্ডারকে চাপমুক্ত করলেন কেএল রাহুল।
এশিয়া কাপ ফাইনালে ম্যাচের সেরা হলেন মহম্মদ সিরাজ। সিরিজের সেরা হয়েছেন কুলদীপ যাদব। পাঁচ বছর পর এশিয়া কাপ জিতল ভারত। রোহিত শর্মা অধিনায়ক হিসাবে দ্বিতীয়বার এই ট্রফি জিতলেন। এবার বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু হয়ে যাবে ভারতের।