নজরবন্দি ব্যুরোঃ ইন্দোরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোহিত শর্মা এবং শুভমান গিলদের ঝোড়ো ইনিংসে ৫০ ওভারে ৩৮৫ রান সংগ্রহ করল ভারত। প্রথম ইনিংসে বিরাট রানের টার্গেট দিলেন রোহিতরা। পাল্টা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট খুইয়ে বসল কিউয়িরা। প্রথম ওভারে হার্দিক পাণ্ডেয়ার বলে প্যাভিলিয়নে ফিরে যান ফিন অ্যালেন। তা কিউয়িদের জন্য বিরাট ধাক্কার কারণ হয়ে দাঁড়ায়।
এদিন টসে জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টম ল্যাথাম। শুরুতেই শুরু হয় রোহিত শর্মা এবং শুভমান গিলের ঝড়। রোহিত শর্মার ১০১ এবং শুভমান গিলের ১১২ রানের লম্বা ইনিংস শুরুতেই ভারতের পালে হাওয়া লাগাতে গশুরু করে। অন্যদিকে, শেষ মুহুর্তে হার্দিকের ৫৪ রানের ইনিংস ৩৮৫ রান এনে দেয় ভারতের জন্য।

দিন নিউজিল্যান্ডের হয়ে ৩ টি উইকেট পান জ্যাকব ডাফি। কিন্তু ১০ ওভারে ১০০ রান দেন তিনি। তিনটি উইকেট পায় টিকনার এবং একটি উইকেট পায় ব্রেসওয়েল। ভারতের মাটিতে নিউজিল্যান্ডের এই হাল দেখে সমালোচভনার ঝড় উঠেছে ক্রিকেট মহলে।
বিরাট রানের টার্গেট দিলেন রোহিতরা, চরম বিপর্যয়ের মুখোমুখি নিউজিল্যান্ড

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে ফিন অ্যালেনের উইকেট হারাতেই চাপে পড়ে নিউজিল্যান্ড। পরে ম্যাচের হাল ধরতে নামেন ডেভন কোনওয়ে এবং হেনরি নিকোলিস। এই মুহুর্তে ১২ ওভারের শেষে রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। ব্যক্তিগত ও রানব সংগ্রহ করেছেন দুই জনে।