কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত রাখল ভারত, বিপাকে ট্রুডো সরকার
India suspends visas for Canadian citizens

নজরবন্দি ব্যুরো: কানাডার মাটিতে সে দেশের খলিস্তানি নেতা হরদীপ সিংহ নিজ্জরকে খুনের ঘটনার জেরে উত্তেজনার পারদ চড়েছে দ্বিপাক্ষিক কূটনীতিতে। এই আবহে কানাডার নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ বলবতের সিদ্ধান্ত নিয়েছে বিদেশ মন্ত্রক। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়া পর্যন্ত কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত রাখা হবে।

আরও পড়ুন: নিম্নচাপের দাপটে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় সতর্কতা জারি

এর আগে, খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনায় ভারতীয় এজেন্টের হাত থাকতে পারে বলে মন্তব্য করেছিলেন কানাডার প্রাইমমিনিস্টার জাস্টিন ট্রুডো। তারপর থেকেই পর পর ঘটনা পরম্পরায় গত ৩ দিনে কানাডা ও ভারতের সম্পর্কের উষ্ণতা অনেকটাই তলানিতে। দিল্লি ও ওটাওয়ার মধ্যে ক্রমেই চড়েছে সংঘাতের পারদ।

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত রাখল ভারত, বিপাকে ট্রুডো সরকার
কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত রাখল ভারত, বিপাকে ট্রুডো সরকার

ইতিমধ্যেই , কানাডা জানিয়েছে, ভারতে অবস্থিত তাদের কূটনীতিবিদদের সুরক্ষার জন্য তাঁরা ব্যবস্থা নিচ্ছে। কানাডা জানাচ্ছে, ভারতে তাদের কতজন স্টাফ রয়েছেন, তা তারা খতিয়ে দেখছে। কানাডার দাবি, ইতিমধ্যেই তারা সোশ্যাল মিডিয়ায় হুমকি পেয়েছে, ফলে স্টাফদের নিরাপত্তা নিয়ে আর ঝুঁকি নিতে নারাজ ওট্টাওয়া।

Canadian citizens: কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত রাখল ভারত, বিপাকে ট্রুডো সরকার

টানাপড়েনের এই আবহেই বুধবার কানা়ডার উপর চাপ বাড়িয়ে কানাডায় বসবাসকারী ভারতীয় নাগরিক এবং পড়ুয়াদের উদ্দেশে সতর্কবার্তা জারি করে নয়াদিল্লি। কানাডার স্পর্শকাতর এলাকাগুলিতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয় ভারতীয় নাগরিক এবং পড়ুয়াদের।

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত রাখল ভারত, বিপাকে ট্রুডো সরকার

Canadian citizens: কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত রাখল ভারত, বিপাকে ট্রুডো সরকার

চলতি মাসেই স্বাধীন ও সার্বভৌম খলিস্তান রাষ্ট্রের দাবিতে কানাডার খলিস্তানপন্থী শিখ গোষ্ঠী ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) অন্টারিও-সহ কয়েকটি এলাকায় জমায়েত এবং গণভোটের ডাক দিয়েছে। ভারতে নিষিদ্ধ এবং খলিস্তানপন্থী সংগঠন সাম্প্রতিক কালে কানাডার কয়েকটি ভারতীয় দূতাবাসে বিক্ষোভও দেখিয়েছে।