স্বপ্ন দেখা শুরু, বাংলাদেশকে হারিয়ে এশিয়ান গেমসে পুনরুজ্জীবিত ভারত!
India beat Bangladesh in Asian Games

নজরবন্দি ব্যুরোঃ এশিয়ান গেমসে বাংলাদেশকে ১-০ গোলে হারাল ভারত। পেনাল্টি থেকে একমাত্র গোলটি করলেন সুনীল ছেত্রী। প্রায় গোলশূন্য অবস্থাতেই শেষ হত আজকের ম্যাচ। কিন্তু ৮৫ মিনিটে বাংলাদেশের গোলরক্ষক মিতুল মার্মাকে পরাস্ত করে জালে বল জড়িয়ে দিলেন সুনীল। ফলে, প্রথম ম্যাচ চিনের বিরুদ্ধে হারলেও প্রি-কোয়ার্টার ফাইনালের স্বপ্ন কিন্তু বেঁচে থাকল ভারতের।

আরও পড়ুনঃ বৃষ্টিতে ধুয়ে গেল ভারতের ম্যাচ, তবুও এশিয়ান গেমসের সেমিতে স্মৃতিরা, কোন নিয়মে জানুন

এশিয়ান গেমসের শুরুটা মনের মতো হয়নি ভারতের। চিনের বিরুদ্ধে ৫-১ ব্যবধানে হারতে হয়েছিল ইগর স্তিমাচের ছেলেদের। আজ বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ ছিল সুনীলদের। এই ম্যাচ হারলে শেষ ষোলোয় পৌঁছবার আশা কার্যত শেষ হয়ে যেত। কিন্তু তা হল না। এদিনও কোনও ভাবেই গোলের মুখ খুলতে পারছিলেন না সুনীলরা। বাংলাদেশের গোলরক্ষক মিতুল মার্মার সামনে এসে যেন ভারতের সব প্রচেষ্টাই ফিকে হয়ে যাচ্ছিল।

স্বপ্ন দেখা শুরু, বাংলাদেশকে হারিয়ে এশিয়ান গেমসে পুনরুজ্জীবিত ভারত!

প্রথমার্ধের শেষে তো পর পর তিনটি ফিরতি বলের শট আটকে দেন মিতুল। সেই সময় খানিক হতাশই হয়ে পড়েছিলেন সুনীলরা। প্রথমার্ধও শেষ হয় গোলশূন্য অবস্থাতেই। এরপর দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণে গেলেও গোল আসছিল না। উল্টোদিকে, বাংলাদেশও কিন্তু আজ বেশ ভালো ফুটবল খেলল।

স্বপ্ন দেখা শুরু, বাংলাদেশকে হারিয়ে এশিয়ান গেমসে পুনরুজ্জীবিত ভারত!

ভারতের আক্রমণের পরেই প্রতি আক্রমণে উঠছিলেন বাংলাদেশের ফুটবলাররা। যদিও ডিফেন্সকে সামলে নেন অধিনায়ক সন্দেশ ঝিঙ্ঘন। ফলে গোল খাওয়ার হাত থেকে রক্ষা পায় ভারত। কিন্তু, ইগর স্তিমাচ জানতেন তাঁকে এই ম্যাচ জিতিতেই হবে। আর সে সুযোগ এল ম্যাচের একেবারে অন্তিম লগ্নে। বক্সের মধ্যে মিরাণ্ডাকে ফাউল করে বসেন বাংলাদেশের খেলোয়াড়। রেফারি পেনাল্টির নির্দেশ দিলে মাথা ঠান্ডা রেখে জালে বল জড়িয়ে দেন সুনীল। ফলে, ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। ম্যাচও এই ফলাফলেই শেষ হয়।

স্বপ্ন দেখা শুরু, বাংলাদেশকে হারিয়ে এশিয়ান গেমসে পুনরুজ্জীবিত ভারত!

আজ বাংলাদেশকে হারিয়ে বহুমূল্য ৩ পয়েন্ট পেল ভারত। এই গ্রুপে চিন ও মায়ানমারের পয়েন্টও ৩। ভারতের পরের ম্যাচ মায়ানমারের বিরুদ্ধে। সেখানেও জিততেই হবে সুনীলদের। জিতে গেলে শেষ ষোলোয় পৌঁছে যাবে ভারত।

স্বপ্ন দেখা শুরু, বাংলাদেশকে হারিয়ে এশিয়ান গেমসে পুনরুজ্জীবিত ভারত!
স্বপ্ন দেখা শুরু, বাংলাদেশকে হারিয়ে এশিয়ান গেমসে পুনরুজ্জীবিত ভারত!