নতুন সংসদ ভবনের উদ্বোধন এই মাসেই
inauguration of the new parliament building is this month

নজরবন্দি ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্যতম স্বপ্নের প্রকল্প হল, নতুন সংসদ ভবন। ৯৭০ কোটি টাকা ব্যয়ে বিরাট এলাকা নিয়ে নির্মিত চারতল বিশিষ্ট এই সংসদ ভবনে কেবল সাংসদদের ঘর রয়েছে ১,২২৪টি। এছাড়া খাবার খাওয়ার জায়গা, লাইব্রেরি, গাড়ি পার্কিংয়ের জায়গা সহ কি নেই! সংসদ ভবনে ঢোকার জন্য তিনটি আলাদা দরজা রয়েছে- জ্ঞান দ্বার, শক্তি দ্বার এবং কর্ম দ্বার।

আরও পড়ুন: দিল্লি পৌঁছালেন শিবকুমার-সিদ্দারামাইয়া, কে হবেন কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী?

সাংসদ, ভিআইপি এবং পরিদর্শক, আধিকারিকেরা তিনটি পৃথক দ্বার দিয়ে সংসদ ভবনে প্রবেশ করবেন। এছাড়া এই সংসদ ভবনের দুটি কক্ষের কর্মীদের জন্য বিশেষ পোশাক-বিধি করা হয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (NIFT)-র দ্বারা বিশেষ ইউনিফর্ম দেওয়া হবে সংসদ ভবনের কর্মীদের।

নতুন সংসদ ভবনের উদ্বোধন এই মাসেই
নতুন সংসদ ভবনের উদ্বোধন এই মাসেই

সংসদ ভবনের শেষ পর্যায়ের কাজ প্রায় সম্পূর্ণ। এবার সেই সংসদ ভবনের উদ্বোধনের পালা। আর তার দিন ঠিক কড়া হয়েছে নরেন্দ্র মোদী সরকারের নবম বর্ষপূর্তির দিনে। ২০১৪ সালের ২৬ মে প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন মোদী।

নতুন সংসদ ভবনের উদ্বোধন এই মাসেই
নতুন সংসদ ভবনের উদ্বোধন এই মাসেই

সরকারি সূত্রের খবর, চলতি মাসের ওই দিনে বা তার আশপাশের কোনও তারিখে নয়া সংসদ ভবন উদ্বোধন করা হবে। বিজেপির একটি সূত্র জানাচ্ছে, কর্নাটক ভোটে ভরাডুবির পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ধাক্কা খাওয়া ভাবমূর্তি’ মেরামতে সক্রিয় হচ্ছে দল।

নতুন সংসদ ভবনের উদ্বোধন এই মাসেই

নতুন সংসদ ভবনের উদ্বোধন এই মাসেই

আর তার জন্য বেছে নেওয়া হয়েছে মোদী সরকারের নবম বর্ষপূর্তিকে। আগামী ৩০ মে থেকে কেন্দ্রের ‘সাফল্য’ প্রচারের জন্য দেশ জুড়ে জনসভা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।