নজরবন্দি ব্যুরো: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের ঘটনায় গত ৯ মে দেশজুড়ে ব্যাপক হিংসা চালায় পিটিআইয়ের কর্মী-সমর্থকরা। তাই এই ঘটনায় পিটিআই নিষিদ্ধ করার চিন্তা-ভাবনা করছে সরকার এমনটাই জানিয়েছে পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
আরও পড়ুন: ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ, কিছু কী বার্তা দিলেন মহারাজ?
বুধবার পাকিস্তানের গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান প্রতিরক্ষামন্ত্রী। তিনি আরও বলেন, “এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে অবশ্যই এই বিষয়ে পর্যালোচনা চলছে”। উল্লেখ্য, ইমরান খানের গ্রেপ্তারির পর থেকেই দেশটিতে কার্যত গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। তাঁর দল টিটিপি-কে নিষিদ্ধ করার ষড়যন্ত্র করা হচ্ছে বলেও দাবি করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে ইমরান লেখেন, ‘প্রায় ৭ হাজার পিটিআই সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। হিংসার নেপথ্যে কে বা কারা রয়েছে তা তদন্ত না করেই আমাদের সমর্থক, নেতৃত্ব এবং মহিলাদের জেলে ঢোকানো হয়েছে। আমাদের দলকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র করা হচ্ছে।”
তিনি আরও লেখেন , ‘এরই মধ্যে আমাদের নিরাপত্তা সংস্থাগুলির মদতে সুপ্রিম কোর্টের দখল নিচ্ছে গুন্ডারা। সংবিধানকে ধ্বংস করা হচ্ছে। একবার এমনটা হলে পাকিস্তান নিয়ে যে স্বপ্ন আমরা দেখছি তা শেষ হয়ে যাবে।’ উল্লেখ্য, আদালতে হাজিরা দিতে শনিবার লাহোর থেকে ইসলামাবাদ গিয়েছিলেন ইমরান।
নিষিদ্ধ হবে ইমরানের দল! ভাবনার কথা জানালেন পাক মন্ত্রী
সে সময় প্রায় ১০ হাজার পুলিশ তল্লাশি চালাতে আসে ইমরানের লাহোরের জামান পার্কের বাড়িতে। সেখানেই দফায় দফায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এ বিষয়ে শনিবার এক সাংবাদিক সম্মেলনে পাক মন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, “জামান পার্কে জঙ্গিরা লুকিয়ে রয়েছে। অস্ত্র, পেট্রল বোমা উদ্ধার হয়েছে ইমরান খানের বাড়ি থেকে। পিটিআই জঙ্গি সংগঠন তা প্রমাণের জন্য পর্যাপ্ত তথ্য রয়েছে আমাদের হাতে।”