নজরবন্দি ব্যুরোঃ: ইমরান খান কে গ্রেফতার করতে বাড়ি ঘিরে ফেলেছে পুলিস বাহিনী। এদিকে, ইমরানের গ্রেফতারি ঠেকাতে বাড়ির চারপাশে জডে়া হয়েছেন হাজার হাজার পিটিআই সমর্থক। জানা গিয়েছে, তাদের সঙ্গে পুলিসের খণ্ডযুদ্ধ শুরু হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত। এমন পরিস্থিতিতে দেশবাসী এবং পিটিআই সমর্থকদের উদ্দেশ্য লড়াই চালিয়ে যাওয়ার আবেদন করলেন ইমরান খান।
আরও পড়ুনঃ বেলা ১২ টা অবধি ২৫ শতাংশ কর্মীরা উপস্থিত হয়েছেন, পড়ে রয়েছে প্রচুর ফাইল, নবান্নে আচমকা পরিদর্শবনে হতবাক মুখ্যমন্ত্রী
লাহোরে ইমরানের বাড়ির সামনে থেকে সরিয়ে নেওয়া হল পুলিশ বাহিনী। কার্যতই যুদ্ধজয়ের আনন্দে শামিল পিটিআই কর্মী-সমর্থকরা। জানা গিয়েছে, এদিনই বিকেলে পাকিস্তান সুপার লিগের খেলা রয়েছে। আর সেই কারণেই পুলিশ বাহিনীকে সরিয়ে দেওয়া হল। শেষ হল রুদ্ধশ্বাস পরিস্থিতির।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার পিটিআই সমর্থকদের সঙ্গে রাতভর সংঘর্ষে পুলিশের অন্তত ৩৩ সদস্য আহত হন। পুরোটা সময় ইমরান খান তার বাসস্থানেই ছিলেন। ইতোমধ্যে বেশ কয়েকজন পিটিআই কর্মীকে গ্রেপ্তার করেছে আইন প্রয়োগকারী সংস্থা। এই পরিস্থিতিতে ইমরান বলেন, ”আমি লন্ডন পালাব না।
এবার গ্রেফতার করা গেলনা ইমরান খানকে, পালিয়ে যাবনা, পাকিস্তান আমার দেশ, হুঙ্কার প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর
যে সব মানুষের কোটি কোটি টাকা রয়েছে, আমি তাদের দলে পড়ি না।” এভাবেই নওয়াজ শরিফরে খোঁচা দিতে দেখা গেল ইমরানকে। এদিন ভিডিও বার্তায় শরিফ কন্যার ”ইমরান খাটের তলায় লুকিয়ে আছেন” মন্তব্যের জবাব দিতেই এমন কথা বললেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। সেই সঙ্গেই তাঁর হুঙ্কার, ”আমি বাঁচব, মরব এখানেই। পাকিস্তান আমার দেশ।”