Rahul Gandhi: আমার নাম সাভারকার নয়, আমি গান্ধী, ক্ষমা চাইব না, হুঙ্কার রাহুলের

আমার নাম সাভারকার নয়, হুঙ্কার রাহুলের
I am Gandhi, will not apologize, said Rahul

নজরবন্দি ব্যুরোঃ লোকসভার সাংসদ পদ খারিজ হওয়ার একদিন পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘আদানি ইস্যুতে প্রধানমন্ত্রী আমার পরবর্তী বক্তব্য নিয়ে ভীত, তাই আমার সাংসদ পদ খারিজ করা হয়েছে। আমি তাঁর চোখে ভয় দেখেছি।

আরও পড়ুনঃ দাদা রাহুলের সাংসদ পদ খারিজ হতেই রুখে দাঁড়ালেন বোন প্রিয়াঙ্কা, মোদীকে দাগলেন তোপ

Rahul Gandhi: আমার নাম সাভারকার নয়, আমি গান্ধী, ক্ষমা চাইব না, হুঙ্কার রাহুলের

সে কারণেই তারা চায় না আমি সংসদে কথা বলি।’ লন্ডনে তাঁর মন্তব্য এবং মানহানির মামলার বিচারে তাঁকে দোষী সাব্যস্ত করার সময় ক্ষমা চাইতে বলা হলে, কেন তিনি তা চাননি, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে সাভারকরের প্রসঙ্গ তুলে কংগ্রেস নেতা বলেন, “আমার নাম সাভারকর নয়। আমি গান্ধী। আমি ক্ষমা চাইব না।” ঠিক কী বলেছেন রাহুল? তাঁর কথায়,”আমাকে খারিজ করা হয়েছে প্রধানমন্ত্রী আমার ভাষণকে ভয় পান বলেই।

Rahul Gandhi: আমার নাম সাভারকার নয়, আমি গান্ধী, ক্ষমা চাইব না, হুঙ্কার রাহুলের

আমি ওঁর চোখে ভয় দেখেছি। আর সেই কারণেই ওরা চায়নি আমি সংসদে বক্তব্য রাখি।” সেই সঙ্গেই তাঁর ক্ষমা চাওয়ার যে দাবি বিজেপি তুলেছে, তার জবাবে রাহুলের হুঙ্কার, ”আমার নাম সাভারকার নয়। আমি গান্ধী। ক্ষমা চাইব না।” এরই পাশাপাশি রাহুলের দাবি, ”আমাকে আজীবনের জন্য খারিজ করে দিন। জেলে পাঠান। আমি থামব না।” উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তাঁর প্রশ্ন, ”আমাকে দেখে কি ভীত মনে হচ্ছে? আমি উত্তেজিত।”

আমার নাম সাভারকার নয়, হুঙ্কার রাহুলের

Rahul Gandhi: আমার নাম সাভারকার নয়, আমি গান্ধী, ক্ষমা চাইব না, হুঙ্কার রাহুলের

সব মিলিয়ে রাহুলকে আগাগোড়াই আক্রমণের সুর বজায় রাখতে দেখা গিয়েছে। রাহুল আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গৌতম আদানির মধ্যে সম্পর্ক নতুন নয়। তাই, মোদী-আদানির সম্পর্ক নিয়ে আমি প্রশ্ন করা বন্ধ করব না। ২০ হাজার কোটি টাকা কার? আমি জিজ্ঞাসা করতেই থাকব। আমি ওঁদের ভয় পাই না।’