নজরবন্দি ব্যুরোঃ হ্যাঁ ঘটনাটি অবাস্তব হলেও এটাই সত্যি। প্রায় ছ বছর একসঙ্গে সংসার করেছেন দম্পতি, একটি ছোট ছেলেও রয়েছে তাঁদের, এক ছাদের তলায় এতদিন থাকার পর হটাত ই জানতে পারেন তারা আসলে নিজের রক্তের সম্পর্কের ভাই বোন।
আরও পড়ুনঃ চাকরি বাতিলের আইন বাতিল চাই, মামলা গড়াল হাইকোর্টে
তাঁর এমন অবাস্তব অবিশ্বাস্য ঘটে যাওয়া ঘটনা নিজেই শেয়ার করেছেন ব্যাক্তি, ঘটনাটি সামনে আসতেই হইচই পরে যায় নেট পাড়াতে। ঘটনাটি হটাত ই সামনে চলে আসে। তাঁর স্ত্রী সদ্য প্রসব করে এর পরেই সে গুরুতর অসুস্থ হয়ে যায় , ডাক্তার পরীক্ষা করে জানান যে তাঁর স্ত্রীর লিভারে অসুবিধা আছে।

দ্রুত লিভার প্রতিস্তাপন না করাতে পারলে তাঁকে আর বাঁচানো সম্ভব হবে না। তাঁর পর স্বামী বিভিন্ন জায়গায় কিডনি দাতা খুজতে থাকে কিন্তু অনেক খুজেও না পেলে বাধ্য হয়ে তিনি নিজেই কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর পর ডাক্তার কথা মত পরীক্ষা করে দেখে উনি কিডনি দিতে উপযুক্ত।
স্বামী -স্ত্রী আসলে রক্তের সম্পর্কের ভাই-বোন, এক ছোট সন্তান ও রয়েছে তাঁদের
এর পর ডাক্তার আরও একটি পরীক্ষা করেন ‘এইচএলএ’ (হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন) সেই পরিক্ষার ফল ও অবিশ্বাস্য ভাবে মিলে যায় তাঁদের। তারপর ডাক্তার জানান যাদের গায়ে সাধারনত একি রক্ত থাকে তাঁদের ই এই পরীক্ষা মিলে যায়। সাধারনত ভাই বোন দের মধ্যে এরকম মিল পাওয়া যায়। এদিকে ঘটনা সুত্রে স্বামীর আসল মা বাবা কে তা তিনি জানেননা। তিনি একজন দত্তক সন্তান। ঘটনা সামনে আসতেই চরম হতাশায় ভুগছেন দম্প্রতি।