বন্দে ভারতে চড়ে পুরী যাত্রা সময়ের অপেক্ষা, ভাড়া কত? জানুন বিস্তারিত
Puri to Howrah Vande Bharat Express starts from Rs 1,100

নজরবন্দি ব্যুরোঃ বাংলায় দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবা শুরু এখন সময়ের অপেক্ষা মাত্র? এখনও স্পষ্ট তথ্য না মিললেও ইঙ্গিত পাওয়া গিয়েছে ভারতীয় রেলের তরফে। ইতিমধ্যেই হাওড়া থেকে পুরী পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হয়েছে। সবার চোখ ছিল বন্দে ভারত এক্সপ্রেস পুরী গিয়ে সেই একই দিনে ফিরতে পারে কিনা তা দেখার জন্যে। যা সফল ভাবে সম্পন্ন হয়েছে।

আরও পড়ুনঃ BJP কর্মীর দেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত, নির্দেশ হাইকোর্টের  

কিন্তু সেমি হাইস্পিড এই ট্রেন কবে থেকে যাত্রী পরিষেবা শুরু করবে? রেলের তরফে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি। তবে সূত্রের দাবি জুন মাস থেকেী শুরু হয়ে যাবে যাত্রী পরিষেবা। হাওড়া থেকে পুরী পর্যন্ত যাত্রাপথে ভাড়া কত পড়বে? ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে শতাব্দী বা দুরন্ত এক্সপ্রেসের সাথে সামঞ্জস্য রেখে ভাড়ার চার্ট তৈরি করছে রেল।

বন্দে ভারতে চড়ে পুরী যাত্রা সময়ের অপেক্ষা, ভাড়া কত? জানুন বিস্তারিত
বন্দে ভারতে চড়ে পুরী যাত্রা সময়ের অপেক্ষা, ভাড়া কত? জানুন বিস্তারিত

সাধারণ শ্রেনীতে হাওড়া থেকে পুরী যেতে বা পুরী থেকে হাওড়া ফিরতে ভাড়া পড়বে ১১০০ টাকা এবং বিজনেস ক্লাসের জন্যে ভাড়া পড়বে ২২০০ টাকা। সব কিছু ঠিকঠাক থাকলে সাধের পুরীতে বাঙালির বন্দে ভারতে চড়ে যাত্রা সময়ের অপেক্ষা মাত্র। সকালে ট্রেনে চড়ে পুরী গিয়ে আবার রাতের মধ্যেই ফিরতে পারবেন কলকাতায়। সেমি হাইস্পিড এই ট্রেন সর্বোচ্চ ১৬০ কিলোমিটার স্পিডে চলবে হাওড়া পুরী রুটে বলে খবর।

Vande Bharat: বন্দে ভারতে চড়ে পুরী যাত্রা সময়ের অপেক্ষা, ভাড়া কত? জানুন বিস্তারিত

ট্রায়াল রানের দিন সকাল ৬.১০ মিনিটে হাওড়া থেকে পুরীর উদ্দেশে রওনা দেয় বন্দে ভারত। ওই দিন দুপুর সাড়ে ১২টায় পুরীতে পৌঁছে যায় ট্রেন। ফের একই দিনে দুপুরেই পুরী থেকে ছেড়ে রাত আটটার মধ্যেই হাওড়া পৌঁছে যায় বন্দে ভারত এক্সপ্রেস। মাত্র সাড়ে ৬ ঘন্টার মধ্যে ট্রেনে চড়ে বাঙালির অন্যতম প্রিয় পর্যটন এবং তীর্থ স্থানে পৌঁছান যাবে এবার

বন্দে ভারতে চড়ে পুরী যাত্রা সময়ের অপেক্ষা, ভাড়া কত? জানুন বিস্তারিত

Vande Bharat: বন্দে ভারতে চড়ে পুরী যাত্রা সময়ের অপেক্ষা, ভাড়া কত? জানুন বিস্তারিত