নজরবন্দি ব্যুরো: চলতি বিশ্বকাপে অশ্বমেধের ঘোড়া ছুটিয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। বহু বছর পর ভারত তিন বিভাগেই দুরন্ত ছন্দে রয়েছে বিশ্বকাপের আসরে। দেশের মাটিতেই আইসিসি খেতাব জয়ের ১০ বছরের খরা মেন ইন ব্লু কাটাতে পারবে কিনা তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন: সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে কোন দেশ? ভবিষ্যদ্বাণী করলেন সৌরভ
লিগের শেষ ম্যাচ নেদারল্যান্ডসের বিরুদ্ধে। যে ম্য়াচ হতে চলেছে নেহাতই নিয়মরক্ষার। কারণ জেতা-হারায় ভারতের কোনও ফারাকই পড়বে না। তাই প্রশ্ন উঠছে এই ম্যাচে কি প্রথম একাদশে পরিবর্তন হতে পারে? সূত্রের খবর প্রথম একেদশে পরিবরত আনবেন ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট।
হার্দিকের পরিবর্তে এসেছেন প্রসিদ্ধ কৃষ্ণা।ভারত খেলাতে পারে জসপ্রীত বুমরার পরিবর্তে। আরও দু’টি পরিবর্তন হতে পারে বলেই রিপোর্ট। সূর্যকুমার যাদবের বদলে খেলতে পারেন ঈশান কিশান। অন্য়দিকে মহম্মদ সিরাজের জায়গা খেলতে পারেন শার্দূল ঠাকুর।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে একাধিক পরিবর্তন! কেমন হবে ভারতের একাদশ?
বুধবার বেঙ্গালুরুতে ঐচ্ছিক অনুশীলন ছিল। সকলে যদিও অনুশীলনে আসেননি। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ছিলেন শুভমন গিল, শ্রেয়স আইয়ার, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর, প্রসিদ্ধ কৃষ্ণা, রবীন্দ্র জাদেজা ও কেএল রাহুল।