নজরবন্দি ব্যুরোঃ লন বোলের সঙ্গে টেবিল টেনিসের টিম গেমে সোনা তুলে নিয়েছে ভারত। তাই দেশবাসী ধরেই নিয়েছিলেন মালয়েশিয়াকে হারিয়ে ব্যাডমিন্টনে সোনা জিতে নেবেন সিন্ধুরাও। কিন্তু যাবতীয় হিসেবকে ভুল প্রমাণ করে সোনা জিতে নিল মালয়েশিয়া।
আরও পড়ুনঃ উল্টোডাঙা উড়ালপুলে ফের নজরে এল ফাটল, ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে
২০১৮ সালে গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে মালয়েশিয়াকে হারিয়েই ব্যাডমিন্টনের মিক্সড দলগত বিভাগে সোনা জিতেছিল ভারত। বার্মিংহ্যামে সেই মালয়েশিয়ার কাছেই ফাইনালে হেরে সোনা হাতছাড়া করলেন সিন্ধুরা।
একমাত্র সিন্ধু ছাড়া ফাইনালে আর কোনও ভারতীয়কেই চেনা ছন্দে দেখা গেল না। এই ওঠা পরার মধ্যেও এই মুহূর্তে ভারত পেয়েছে ৫ টা সোনার পদক, ৫ টা রুপোর পদক ও ৩টি ব্রঞ্চ পদক।
এবারের কমনওয়েলথ গেমসে এখন পর্যন্ত কটি পদক ভারতের, কোন দেশ কোন স্থানে দেখুন
এবার এক নজরে দেখে নিন এবার এখন পর্যন্ত কোন দেশ কটি পদক পেল।