ঢাকায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু কম পক্ষে ৭ জনের, আহত শতাধিক
Horrible explosion in Dhaka

নজরবন্দি ব্যুরোঃ ফের বিস্ফোরণ ঢাকায়। মঙ্গলবার বিকালে এই বিস্ফোরণ হয় ঢাকার ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকায়। এখন পর্যন্ত এই ঘটনায় মারা গিয়েছেন ৭ জন।

আরও পড়ুনঃ  হোলি উৎসবে যোগ দিয়ে হামলার শিকার পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ের হিন্দু পড়ুয়ারা, আক্রান্ত ১৫ পড়ুয়া

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণে আহত হয়েছেন শতাধিক। আহতদের নিয়ে আসা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। বাংলাদেশ ফায়ার সার্ভিস জানিয়েছে, বিআরটিসির বাস কাউন্টারের পাশে বিকেল ৪টা ৫০ মিনিটে বিস্ফোরণ ঘটে। এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী দায় স্বীকার করেনি।

ঢাকায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু কম পক্ষে ৭ জনের, আহত শতাধিক

ঢাকায় গুলিস্তান এলাকার কাছে, নর্থ সাউথ রোডের সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনা ঘটে। বাদশা ট্রেডিং সেন্টার নামের একটি ভবনে বিস্ফোরণের পর তা আশেপাশের এলাকায় আঘাত করে।

ঢাকায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু কম পক্ষে ৭ জনের, আহত শতাধিক

বিস্ফোরণের ধরন দেখে সন্ত্রাস হানা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এদিকে পুলিশ তদন্ত শুরু করেছে। সেই সঙ্গে শুরু হয়েছে উদ্ধারকাজ। ঢাকা পুলিশের একটি সূত্র জানাচ্ছে, বিআরটিসির বাস কাউন্টারের পাশের একটি ৭ তলা বাড়ির নীচের তলায় বিস্ফোরক রাখা ছিল।

ঢাকায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু কম পক্ষে ৭ জনের, আহত শতাধিক

ঢাকায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু কম পক্ষে ৭ জনের, আহত শতাধিক

প্রসঙ্গত, ২০১৬-র জুলাই মাসে ঢাকার গুলশন এলাকার হোলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ২২ জনকে খুন করেছিল কট্টরপন্থী ইসলামি জঙ্গিরা।