নজরবন্দি ব্যুরোঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তৈরি তথ্যচিত্র নিয়ে বিতর্ক শুরু হয়েছে সারা দেশজুড়ে। এরই মধ্যে মঙ্গলবার সকাল থেকে বিবিসির মুম্বই এবং দিল্লির অফিসে হানা আয়কর বিভাগের। যা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। শাসক বিরোধী এই তরজার মাঝেই বার্তা এল বিবিসির তরফেও। সেখানে বলা হয়েছে, আয়কর কর্তৃপক্ষ বর্তমানে নয়াদিল্লি এবং মুম্বইতে বিবিসি অফিসে রয়েছে এবং আমরা আধিকারিকদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছি। আমরা আশা করি যত তাড়াতাড়ি সম্ভব এই পরিস্থিতির সমাধান হবে।
জানা গেছে, এদিন সকাল ১১ টা নাগাদ আয়কর বিভাগের ৬০ থেকে ৭০ জন অফিসাররা হানা দিয়েছে বিবিসির দুটি অফিসে। সমস্ত কর্মীদের ভিতরে থাকতে বলা হয়েছে। এমনকি ফোন বাজেয়াপ্ত করে চলছে তল্লাশি। সকলকে প্রবেশে এবং বাইরে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আয়কর বিভাগের এই তল্লাশি অভিযানকে অঘোষিত এমার্জেন্সি বলে দাবি করেছে কংগ্রেস। অন্যদিকে, এটাকে নিয়মিত সার্ভে বলে দাবি করছে আয়কর বিভাগ।

সূত্রের খবর, বিবিসি কর্মীদের ফোন বন্ধ করে দেওয়া হয়েছে। সকলের ভিতরে এবং বাইরে যাতায়ত বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযোগ, বিবিসি অফিসের তরফে নিয়মিত করে ফাঁকি দেওয়া হচ্ছে। তাই এটা নিয়মিত সার্ভে। একাধিক কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ, আন্তর্জাতিক কর আইন লঙ্ঘন এবং স্থানান্তর মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ রয়েছে বিবিসি-র বিরুদ্ধে।
The Income Tax Authorities are currently at the BBC offices in New Delhi and Mumbai and we are fully cooperating.
We hope to have this situation resolved as soon as possible.
— BBC News Press Team (@BBCNewsPR) February 14, 2023
যত তাড়াতাড়ি সম্ভব এই পরিস্থিতির সমাধান হবে, বার্তা দিল বিবিসি

২০০২-এর গুজরাত হিংসা নিয়ে বিবিসির তৈরি তথ্যচিত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিতর্ক চলছে দেশে। তথ্যচিত্রটিতে গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা এবং ভারতে মুসলিমদের দুর্দশা তুলে ধরা হয়েছে। যা নিয়ে সরব হয়েছে বিজেপি সহ একাধিক সংগঠন। বিবিসির ডকুমেন্টরির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারপরেই আয়কর হানা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।