কারোর সাথে কথা বলতে ভাললাগেনা একা থাকতে ভালো বাসেন সাবধান! শরীরে হিকিকোমোরি বাসা বাধছে নাতো
hikikomeri attack a young boy , and many young

নজরবন্দি ব্যুরোঃ ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর নিজেকে ঘরে বন্ধ করে রাখছেন? কারোর সাথে কথা বলতে ইচ্ছ্র করছেনা, প্রিয় মানুষদের ও বিরক্ত লাগছে, কোন কাজে মন বলছে না? সাবধান আপনি হয়ত ‘হিকিকোমোরি’ রোগে আক্রান্ত।

আরও পড়ুনঃ মানুষের বাসযোগ্য গ্রহের সন্ধান পেল বিজ্ঞানীরা! নাম ওয়াইজ়েড সেটি বি

The Dark and Lonely World of Depression

সম্প্রতি জাপানের এক একুশ বছরের তরুনের মধ্যেও একই উপসর্গ দেখা গেছে। চিকিৎসক রা বলছেন এই রোগটির নাম ‘হিকিকোমোরি’। ওই তরুনের নাম হিরোকো, তাঁর বাড়ি জাপানের ওসাকায়। গতকয়েক মাস ঘরে এই তরুন সেরম কিছু না খেয়ে, কারোর সাথে কথা না বলে, কোন কাজ না করে, শুধু মাত্র জানলার দিকে তাকিয়ে বসে ছিল। একটা অন্ধকার ঘরকেই তাঁর গোটা জগত বানিয়ে নিয়েছিল।

A chemical imbalance doesn't explain depression. So what does?তাঁর চিকিৎসক জানিয়েছেন সদ্য কলেজ পাস করেছেন হিরকো। অনেক জায়গায় চাকরির জন্য ইন্টারভিউও দিয়েছিলেন ওই তরুন কিন্তু কোন লাভ হয়নি। এর পরই ধীরে ধীরে নিজেকে ঘরে বন্দী করে নিয়েছিল ওই তরুন।

কারোর সাথে কথা বলতে ভাললাগেনা একা থাকতে ভালো বাসেন সাবধান! ধীরে ধীরে নিজেকে ঘরে বন্দী করে নিয়েছিল ওই তরুন

Depression in Young Adults - MidCity TMS

তবে শুধু মাত্র ওই তরুন নয় জাপানে প্রায় লক্ষ লক্ষ তরুন তরুণী এই রোগে আক্রান্ত। তবে শুধু মাত্র জাপান বললে ভুল গোটা ভারত, বাংলাদেশ সহ গোটা বিশ্বে এই রোগে আক্রান্ত বহু তরুন তরুণী যুবক যুবতী এই রোগে আক্রান্তও।