রাজ্যে বন দফতরের দুর্নীতির অভিযোগ! নিয়োগের মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ আদালতের

রাজ্যে বন দফতরের দুর্নীতির অভিযোগ, নিয়োগের মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ আদালতের

নজরবন্দি ব্যুরো: রাজ্যজুড়ে একের পর এক দুর্নীতির কথা সামনে এসেছে। কখনও নিয়োগে দুর্নীতি! কখনও শিক্ষায়! কখনও গরুপাচার আবার কখনও কয়লা পাচার! এরই মাঝেই রাজ্যে আরও এক দুর্নীতি উঠে এসছে! বন দফতরের দুর্নীতির অভিযোগ! আর যার জেরেই হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। ইতিমধ্যেই সেই মামলা অনেক দূর গড়িয়েছে। আর বৃহস্পতিবার এই মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজের নির্দেশ দিল আদালত।

আরও পড়ুন: Abhishek-র বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা শুভেন্দুর! আগামী মাসে শুনানির সম্ভাবনা

প্রসঙ্গত, এর আগে বন সহায়ক পদে ২ হাজার জনের চাকরির প্যানেল অবৈধ জানিয়েছিলেন বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়। বিচারপতির নির্দেশ ছিল যে, আগামী ২ মাসের মধ্যে পুরনো প্যানেল বাতিল করে ইন্টারভিউ নিতে হবে। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে বলেই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তারপরেই সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আরও একটি মামলা হয়। আর তারই দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

রাজ্যে বন দফতরের দুর্নীতির অভিযোগ, আর্জি খারিজের নির্দেশ দিল আদালত
রাজ্যে বন দফতরের দুর্নীতির অভিযোগ, আর্জি খারিজের নির্দেশ দিল আদালত

উল্লেখ্য, সাল ২০২০ তে বন সহায়ক নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। অভিযোগ উঠেছিল যে, ২০২০ সালের নিয়োগ প্রক্রিয়ায় ভুল-ত্রুটি রয়েছে। পাশাপাশি আইন না মেনেই নিয়োগ প্রক্রিয়া হয়েছিল বলেও দাবি তুলেছেন মামলাকারীরা। শুধু তাই নয়, কোনও মেধাতালিকা প্রকাশ করা হয়নি এই নিয়োগ প্রক্রিয়ায়!

রাজ্যে বন দফতরের দুর্নীতির অভিযোগ, আর্জি খারিজের নির্দেশ দিল আদালত

এরপরেই এই নিয়োগ দুর্নীতির কথা জানিয়ে আদালতের দ্বারস্থ হন মামলাকারীরা। এরপরেই বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্য়ায় নির্দেশ দিয়েছিলেন যে, এই মামলায় নতুন করে ইন্টারভিউ নিতে হবে। তাছাড়াও আগামী ২ মাসের মধ্যে নতুন করে ইন্টারভিউ নিয়ে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

রাজ্যে বন দফতরের দুর্নীতির অভিযোগ, আর্জি খারিজের নির্দেশ দিল আদালত

রাজ্যে বন দফতরের দুর্নীতির অভিযোগ, আর্জি খারিজের নির্দেশ দিল আদালত