Kolkata’s Weather Update: কেমন থাকবে আগামী তিনদিন কলকাতার আবহাওয়া? বন্যার আশঙ্কা!

কেমন থাকবে আগামী তিনদিন কলকাতার আবহাওয়া? বন্যার আশঙ্কা!
Heavy rain alert in kolklata

নজরবন্দি ব্যুরোঃ আজ সকাল থেকে ফের কলকাতার আকাশের মুখ ভার। কয়েকদিন আগেই অকাল কালবৈশাখীতে ভিজেছে গোটা বাংলা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতেও বৃষ্টি হয়েছে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়েছে সেই সাথে।

আরও পড়ুনঃ সাগরদিঘিতে পরাজয়ের পর আজ জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক, পঞ্চায়েতের আগে বিশেষ টোটকা দিতে চান মমতা

পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, লেহ লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ সহ রাজধানী দিল্লিতেও ভারী বৃষ্টি ও তুষারপাতের হয়েছে।

Heavy rain lashes Chennai, causes traffic snarls, flooding; IMD issues red  alert | Latest News India - Hindustan Times
কেমন থাকবে আগামী তিনদিন কলকাতার আবহাওয়া? জারি সতর্কতা

১৭, ১৮, ১৯ মার্চ দক্ষিণবঙ্গে সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছিলো বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত লক্ষ ও করা গেছে, ২০ এবং ২১ শে মার্চ থেকে এই বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির পরিমাণ বেশী থাকবে। নিচু জায়গা গুলিতে জল জমতে পারে

কেমন থাকবে আগামী তিনদিন কলকাতার আবহাওয়া? জারি সতর্কতা

49,090 Heavy Rain Stock Photos - Free & Royalty-Free Stock Photos from  Dreamstime

কাল থেকে বেশ কিছু জায়গায় ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় ও বেশ কিছুদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আগামী কয়েকদিন কলকাতার আকাশ মেঘলাই থাকবে। পাহাড়ি এলাকায় বৃষ্টি পাতের পরিমাণ আরও বাড়বে। দিঘার ও ক্ষয় ক্ষতির পরিমাণ বেশ ভালই, আরও ক্ষতির আভাস পাওয়া যাচ্ছে  আপাতত মৎস্যজীবীদের মাঝ সমুদ্রে যাওয়া নিষেধ।