হাসপাতালে ২৪ ঘণ্টা না কাটালেও মিলবে স্বাস্থ্য বিমার টাকা, জানালো আদালত
health insurance money

নজরবন্দি ব্যুরো: হাসপাতালে ২৪ ঘণ্টা না কাটালে স্বাস্থ্য বিমার ক্লেম করা যাবে। এক সাম্প্রতিক কেসে এমনই রায় দিল ভাদোদরার কনজিউমার ফোরাম। অভিযোগকারী রমেশ চন্দ্র যোশীকে তাঁর প্রাপ্য দিতে বিমা সংস্থাকে নির্দেশ দিয়েছে আদালত। ২০১৭ সালে বিমা সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন তিনি।

আরও পড়ুনঃ নোবেল শান্তি পুরস্কার পাবেন প্রধানমন্ত্রী মোদী? জল্পনা তুঙ্গে

Health Insurance: হাসপাতালে ২৪ ঘণ্টা না কাটালেও মিলবে স্বাস্থ্য বিমার টাকা, জানালো আদালত
হাসপাতালে ২৪ ঘণ্টা না কাটালেও মিলবে স্বাস্থ্য বিমার টাকা, জানালো আদালত

রমেশ চন্দ্রের দাবি ছিল, হাসপাতালে তিনি ২৪ ঘণ্টা কাটাননি, এই অজুহাতে তাঁর বিমার ক্লেম প্রত্যাখান করা হয়েছিল। এই মামলায় এবার গুজরাটের ক্রেতা সুরক্ষা আদালত জানালো, আধুনিক চিকিৎসা ব্যবস্থায় এখন খুব দ্রুত বহু রোগের চিকিৎসা সম্ভব।

Health Insurance: হাসপাতালে ২৪ ঘণ্টা না কাটালেও মিলবে স্বাস্থ্য বিমার টাকা, জানালো আদালত

অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বেশ কিছু রোগীকে হাসপাতাল ভরতি করাচ্ছে না। বা ভরতি করালেও ২৪ ঘণ্টা হাসপাতালে রাখা হচ্ছে না। দ্রুত অস্ত্রোপচার করিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে বা আধুনিক প্রযুক্তিতে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

হাসপাতালে ২৪ ঘণ্টা না কাটালেও মিলবে স্বাস্থ্য বিমার টাকা, জানালো আদালত

Health Insurance: হাসপাতালে ২৪ ঘণ্টা না কাটালেও মিলবে স্বাস্থ্য বিমার টাকা, জানালো আদালত

এই চিকিৎসায় খরচ প্রচুর অথচ বিভিন্ন শর্তের জটিলতায় মেডিক্লেমের টাকা পাচ্ছে না রোগীর পরিবার। সেই সমস্যা মেটাতেই ভদোদারার ক্রেতা সুরক্ষা আদালতের নির্দেশ, যদি কোনও রোগী হাসপাতালে ভরতি না হন, বা ২৪ ঘণ্টার কম সময়ে চিকিৎসা হয়ে যায়, তাহলেও বিমা সংস্থা মেডিক্লেমের টাকা দিতে বাধ্য।