Howrah bridge: শুরু হবে হাওড়া ব্রিজের স্বাস্থ্যপরীক্ষা, ঘোষণা করল কলকাতা বন্দর কর্তৃপক্ষ

শুরু হবে হাওড়া ব্রিজের স্বাস্থ্যপরীক্ষা, ঘোষণা করল কলকাতা বন্দর কর্তৃপক্ষ
Health check of Howrah Bridge will begin

নজরবন্দি ব্যুরোঃ স্বাস্থ্যপরীক্ষা হবে রবীন্দ্রসেতুর। ইতিমধ্যেই কলকাতা বন্দর কর্তৃপক্ষ তা জানিয়েছেন। রবীন্দ্রসেতু অথাত হাওড়া ব্রিজের স্বাস্থ্যপরীক্ষা নিয়ে এর আগে বহুবার কথা উঠেছিল। তবে এবার স্পষ্ট তা জানানো হয়েছে যে আগামী কয়েক মাসের মধ্যেই এই পক্রিয়া শুরু করা হবে।

আরও পড়ুনঃ জামাইকে আপ্যায়ন করবেন ফলাহারে! কিকরে বাছাই করবেন সেরা আম?

আগের বছর থেকেই হাওড়া ব্রিজের স্বাস্থ্যপরীক্ষা বিষয়ে বন্দর কর্তৃপক্ষ পরিকল্পনা করে চলছিলেন। তবে সেই মুহূর্তে শীর্ষস্তরের সম্মতি না পাওায় তা স্তগিত ছিল। এবার স্বাস্থ্যপরীক্ষায় মিলল ছাড়পত্র। আইআইটি চেন্নাই শুরু করবে এই স্বাস্থ্যপরীক্ষার কাজ।

Howrah bridge: শুরু হবে হাওড়া ব্রিজের স্বাস্থ্যপরীক্ষা, ঘোষণা করল কলকাতা বন্দর কর্তৃপক্ষ

প্রায় এক মাস ধরে হাওড়া ব্রিজ মেরামতির কাজ চলছে। রাতের বেলা করেই হয় এই কাজ। এই মেরামতির কাজ শেষ হতে এখনও বেশ কিছুটা সময় লাগবে। এর পরেই শুরু হবে স্বাস্থ্যপরীক্ষার কাজ। তবে এই স্বাস্থ্যপরীক্ষা করার আগে রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ।

শুরু হবে হাওড়া ব্রিজের স্বাস্থ্যপরীক্ষা, কয়েক মাসের মধ্যেই শুরু হবে কাজ 

Howrah bridge: শুরু হবে হাওড়া ব্রিজের স্বাস্থ্যপরীক্ষা, ঘোষণা করল কলকাতা বন্দর কর্তৃপক্ষ

 

স্বাস্থ্যপরীক্ষা শুরুর আগে কলকাতা পুলিশের সঙ্গে করতে হবে বৈঠক। তাঁদের মতামত এবং পরামর্শের ওপর নির্ভর করে এগোনো হবে। কারণ কলকাতা ও হাওড়ার মধ্যে ট্রাফিক সামলানোর দায়িত্বে রয়েছেন কলকাতা পুলিশ। তাঁদের সহযোগিতা ছাড়া এই কাজ শুরু করা অসম্ভব।