নজরবন্দি ব্যুরোঃ প্রাচীনকাল থেকেই পিরিয়ডস নিয়ে নানা কুপ্রথা চলে আসছে এখনও পর্যন্ত। পিরিয়ডস মানেই এখনও সমাজের অনেকের কাছেই একটা ছুৎমার্গ। মাসের এই চারটে দিন এটা খাওয়া যাবে না, ওটা ছোঁয়া যাবে না তো, এটা করা যাবে না, ইত্যাদি নানা নিয়মের বেড়াজালে ঘেরা থাকে! এদিকে মাসের এই চারটে দিন যৌন মিলন উচিত কিনা, তা নিয়েও মনের মধ্যে জমতে থাকে হাজারটা প্রশ্ন!
আরও পড়ুনঃ বায়োলজিক্যাল বাবা-মা হচ্ছেন অমিত-আদিত্য, সুখবর দিয়ে চমকে দিলেন সমকামী দম্পতি
সমাজ যতই উন্নত হোক, ঋতুস্রাব, যৌনতা এই সব বিষয় নিয়ে মানুষ এখনও খোলাখুলি আলোচনা করতে দ্বিধা বোধ করে। ফলে সমস্যার সঠিক সমাধান খুঁজে পায় না অনেকেই। তারপর অনেকে আবার মনে করেন পিরিয়ডস চালাকালীন সেক্স করা ঠিক নয়। আর লজ্জাবশত অনেকেই প্রশ্নগুলি নিয়ে খোলাখুলি কথা বলতে পারেন না। আর তা নিয়েই মনে বাসা বাঁধে অনেক ভ্রান্ত ধারণা। পিরিয়ডস চলাকালীন কি যৌন মিলন নিরাপদ? এতে বিশেষজ্ঞরা কী বলছেন?

পিরিয়ডসের প্রথম দু’দিন ইস্ট্রোজেন ও টেস্টোটেরন কম পরিমাণে নির্গত হয়, তিন নম্বর দিন থেকে পরিমাণ বৃদ্ধি পায়। আর এই সময় কম-বেশি সব মহিলারাই যে সমস্যার সম্মুখীন হন, তা হল তলপেটে ব্যথা। এই যন্ত্রণা থেকে রেহাই পেতে কেউ গরম সেঁক দেয় কিংবা ওষুধের সাহায্য নেয়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা। ঋতুস্রাবের সময় যৌন মিলনে লিপ্ত হলে কমতে পারে পিরিয়ডসের এই ব্যথা।

পিরিয়ডসের সময় মহিলাদের মুড সুইং বা মুড-এর নানারকম হেরফের হয়। গা- গোলানো, মাথা ব্যথা বিশেষ করে পেটে ব্যথা করা খুব স্বাভাবিক লক্ষণ। অনেকেই মানসিক চাপ, অবসাদে ভোগেন। পেটে বা গা-হাত-পায়ে যন্ত্রণার কারণে মেজাজটাও বিগড়ে থাকে। পিরিয়ডসের সময় শরীরে হরমোনের তারতম্য দেখা দেয়। এর পাশাপাশি লিবিডো বা যৌন আকাঙ্ক্ষাও বেড়ে যায়। এর ফলে অনেক মহিলারাই পিরিয়ডসের সময় যৌন মিলনে আগ্রহী হন। বিশেষজ্ঞদের মতে, এতে ভুলের কিছু নেই। বরং এতে মন আরও ভালো থাকে।
পিরিয়ডস-এর সময় যৌন মিলন করছেন? জানেন কি নিজের অজান্তেই বিপদে ফেলছেন সঙ্গীকে!
এই সময়ে ভ্যাজাইনা লুব্রিকেটেড থাকে ফলে মিলন সুগম হয়। যৌন মিলনে অর্গাজমের ফলে পেশীর সংকোচন-প্রসারণ বাড়ে, ব্লাড ফ্লো দ্রুত হয়, পিরিয়ডস তাড়াতাড়ি শেষ হয়ে যায়। পিরিয়ড চলাকালীন যৌন মিলনে লিপ্ত হওয়ার শুধু এইটুকু সুবিধাই নেই, এইসবের পাশাপাশি আরও অনেক সুবিধা রয়েছে। পিরিয়ডের সময় সেক্স করলে রক্ত এবং জরায়ুর আস্তরণ দ্রুত বেরিয়ে যেতে পারে। ফলে দ্রুত শেষ হয়ে যাবে পিরিয়ডস।