নজরবন্দি ব্যুরোঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে না-ও খেলতে পারেন হরমনপ্রীত কৌর। সেই সঙ্গে অনিশ্চিত পেসার পূজা বস্ত্রকার। তাঁদের দু’জনের শরীর খারাপ বলে জানা গিয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। বুধবার সন্ধ্যায় হাসপাতাল থেকে ছাড়া হয়েছে তাঁদের।
আরও পড়ুনঃ পন্থের জায়গায় দিল্লির অধিনায়ক নির্বাচন করলেন সৌরভরা, সঙ্গে সহ অধিনায়কও
বৃহস্পতিবার ম্যাচের আগে ঠিক করা হবে তাঁরা খেলবেন কি না। টানা তিনবার টি-২০ বিশ্বকাপ জয়ের হাতছানি অস্ট্রেলিয়ার সামনে। আন্ডারডগ হিসেবেই খেলতে নামবে ভারত। তারওপর দলের দুই গুরুত্বপূর্ণ সদস্যের অসুস্থতা আরও চ্যালেঞ্জের মুখে ফেলবে ভারতীয় দলকে।
হরমনপ্রীত খেলতে না পারলে তাঁর জায়গায় খেলবেন হার্লিন দেওল। চলতি বিশ্বকাপে ফর্মে নেই ভারত অধিনায়ক। চার ম্যাচে মাত্র ৬৬ রান করেন। তবে বড় মঞ্চে নিজের সেরাটা দেওয়ার সুনাম রয়েছে হরমনপ্রীতের। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে তাঁকে দরকার।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে নামার আগে বড় ধাক্কা ভারতীয় দলে, অনিশ্চিত হরমনপ্রীত ও পুজা
অপর দিকে মেগা সেমি ফাইনালে নামার আগে সাংবাদিক বৈঠকে এসে রিচা বলেন, “আমরা অস্ট্রেলিয়াকে হারাতেই পারি। অনেকেই ওদের ইতিমধ্যেই জয়ী ঘোষণা করে দিয়েছে। বাস্তব কিন্তু এমনটা নয়। আমাদের দেশে তো ওদের হারিয়েছি। তাহলে এবার কেন অহেতুক চাপ নেব! ওরা শক্তিশালী দল হলেও, আমাদের কিন্তু হারানোর ক্ষমতা আছে। “