নজরবন্দি ব্যুরো: কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে গত জুন মাসে হত্যা করা হয়েছিল খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরকে। সেইসময়েই কানাডার তরফে দাবি করা হয়, এই হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টের যোগ থাকার প্রমাণ তাদের হাতে এসেছে। এবার ভারতীয় হাইকমিশনের তরফে এক বিস্ফোরক অভিযোগ করা হয়। নিজ্জর হত্যাকাণ্ডে ভারতের নাম জড়ানোর জন্য নাকি ওপর মহল থেকে নির্দেশ দেওয়া হয়েছিল!
আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে জিতলেই কিন্তু সেমিতে পৌঁছতে পারবে না পাকিস্তান, তাহলে অঙ্ক টা ঠিক কী
সম্প্রতি কানাডায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সঞ্জয় কুমার বর্মা কানাডার এক দৈনিক সংবাদপত্রকে বলেন, ‘নিজ্জর হত্যার তদন্তে ইতিমধ্যেই দাগ লেগেছে। এই ঘটনায় যাতে ভারতের নাম জড়ানো হয় এমন নির্দেশ উচ্চ পর্যায়ের কেউ যাতে দিয়েছিলেন।’ কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের পাঞ্জাব অধ্যুষিত সারে অঞ্চলে থাকত খলিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং নিজ্জর। বিগত কয়েকবছরে ভ্যানকুবারে ভারতীয় হাইকমিশনের সামনে খলিস্তানি বিক্ষোভের নেপথ্যে ছিল সে। তাকে ২০ বারেরও বেশি গুলি করা হয়েছিল বলে খবর।
জানা যায়, কানাডায় মৃত হরদীপের বিরুদ্ধে এনআইএ-র চারটি মামলা ছিল। এছাড়াও খলিস্তানি যোগের অভিযোগ ছিল। গতবছর জুলাইতে নিজ্জরের মাথার দাম ১০ লক্ষ টাকা ধার্য করেছিল এনআইএ। কানাডার শিখদের মধ্যে খলিস্তান ভাগের প্রস্তাবনা পাশ করানোর দায়িত্ব ছিল তার কাঁধে। যে গুরুদ্বারে নিজ্জরকে খুন করা হয়েছিল সেখানেই খলিস্তানপন্থী প্রস্তাবনা পাশ করানো হয়। এই প্রস্তাবনা পাশ করানোর সময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ছিলেন ভারতে।
গত সেপ্টেম্বর মাসেই ট্রুডো দাবি করেছিলেন, কানাডা সরকারের সংগৃহীত গোয়েন্দা তথ্য ইঙ্গিত দেয় যে, ভারতীয় সরকারের এজেন্টরা হরদীপ সিং নিজ্জরকে হত্যা করেছে। ভারতের বিদেশমন্ত্রক কানাডার এই অভিযোগকে অস্বীকার করেন এবং ‘অযৌক্তিক’ এবং ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দেন।
নিজ্জর হত্যাকাণ্ডে বিস্ফোরক অভিযোগ হাইকমিশনারের, ওপর মহল থেকে ভারতের নাম জড়ানোর নির্দেশ!
