জার্মানির গির্জায় বন্দুকবাজের হামলা, মৃত্যু অন্তত ৭ জনের

জার্মানির গির্জায় বন্দুকবাজের হামলা, মৃত্যু অন্তত ৭ জনের
Gunman Attacks Church in Germany

নজরবন্দি ব্যুরোঃ জার্মানির গির্জায় বন্দুকবাজের হামলা। এই ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন ৮ জন। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে হঠাৎই হামবুর্গের গির্জায় বেশ কিছু দুষ্কৃতি হামলা চালায়। হামলাকারীদের এলোপাথারি গুলিতে বেশ কিছুজনের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ বনিকে ফের তলব করল ইডি, টলিউডে কুন্তলের যোগাযোগের মাধ্যম ছিল কারা?

4 6
জার্মানির গির্জায় বন্দুকবাজের হামলা, মৃত্যু অন্তত ৭ জনের

মৃতদের মধ্যে এক হামলাকারী রয়েছে বলে দাবি করা হয়েছে। ঘটনায় আহতের সংখ্যা একাধিক। হামবুর্গে কিংডম হল অব জেহবাস উইটনেসে এই হামলার ঘটনা ঘটেছে। এরপরই খবর পাওয়া মাত্রই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।

5 8

আহতের তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়দের বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। কিভাবে এই ঘটনা ঘটল তা জানতে তদন্ত করছে পুলিশ। যদিও স্থানীয় পুলিশের কাছে স্পষ্ট নয়, কারা কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। বন্দুকবাজদের ধরতেও পারেনি পুলিশ।

জার্মানির গির্জায় বন্দুকবাজের হামলা, মৃত্যু অন্তত ৭ জনের

6 5

এছারাও স্থানীয় পুলিশের দাবি, ওই সময় গির্জায় কী অনুষ্ঠান চলছিল তা নিয়ে কিছু জানা যায়নি। তবে বিপদ সংকেত শুনতে পেয়ে তাঁরা যখন ঘটনাস্থলে যান, সেই সময় একবারই গুলির শব্দ পাওয়া গিয়েছিল। কিন্তু পুলিশের তরফে গুলি চালানো হয়নি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বন্দুকবাজ হয়তো পালিয়ে গিয়েছে। বন্দুকবাজের মৃত্যুও হয়েছে বলে অনুমান একাংশের।