নজরবন্দি ব্যুরোঃ গতকাল পশ্চিমবঙ্গের ২০১৬ সালের SSC আন্দোলনকারী শিক্ষক পদপ্রার্থীদের সঙ্গে দেখা করেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যা। উপস্থিত ছিলেন রাজ্যের অন্যান্য মন্ত্রী সহ আধিকারিকরা। বৈঠকে নবম-দশম, একাদশ-দ্বাদশ চাকুরী প্রার্থীদের waiting list এ থাকা সকলের চাকুরী সুনিশ্চিত করার আশ্বাস দিয়েছেন অভিষেক, এমনটাই দাবি হবু শিক্ষকদের।
আরও পড়ুনঃ ইডির নজরে পার্থ ঘনিষ্ঠ ছাত্রনেতারাও, নজরে বস্ত্র বিপনীর কোম্পানি
চাকরি বিষয়ক সমস্যা সমাধানের পথ খুঁজতে আলোচনা করার জন্যে আগামী ৮ই আগস্ট চাকুরী প্রার্থী সাথে বৈঠক করবেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিকে পশ্চিমবঙ্গের গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা বিক্ষোভ শুরু করেছেন একই ইস্যু নিয়ে। তাঁদের অভিযোগ ২০১৬ সালে একই স্কুল সার্ভিস কমিশনের আওতায় গ্রুপ সি এবং গ্রুপ ডিতে দুর্নীতির কারনে বঞ্চিত হাজার হাজার চাকরী প্রার্থী।
পাশ করে ওয়েটিং লিস্ট এ থেকে অবহেলিত তাঁরা। এই বিষয়ে SSC GROUP D এর মেধা তালিকায় থাকা একজন চাকুরী প্রার্থী মহাদেব দুলে বলেছেন “মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বাগ কমিটির রিপোর্ট থেকে জানা গেছে GROUP C তে ৩৮১ জন ও GROUP D তে ৬০৯ জন ভুয়ো ক্যান্ডিডেট বিভিন্ন বিভিন্ন স্কুলে চাকুরী করছিল যদিও এই সংখ্যাটা আরো বেশি হবে বলে প্রাথমিক ভাবে অনুমান করেছেন। তাই দেখা যাচ্ছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষাকর্মী নিয়োগে প্রচুর দুর্নীতির কারণে মেধা তালিকায় থাকা যোগ্য প্রার্থীরা তাদের প্রাপ্য চাকুরী থেকে বঞ্চিত হয়েছে।
অভিষেক বাবু আমরাও বঞ্চিত, দয়া করে আমাদের পাশে দাঁড়ান! আর্তনাদ গ্রুপ সি, ডি চাকরিপ্রার্থীদের।

তাঁর কথায়, “অভিষেক বন্দ্যোপাধ্যায় নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক পদ প্রার্থীদের চাকুরী সুনিশ্চিত করার আশ্বাস দিলেও এসএসসি গ্রুপ সি এবং ডি পদ প্রার্থীরা এক প্রকার সেই অবহেলিতই থেকে যায়।”
মহাদেব দুলের অভিযোগ, “আমাদের জীবন থেকে অনেক গুলো বছর নষ্ট হয়ে গেছে, আমাদেরও বয়স পেরিয়ে যাচ্ছে,আমরা আমাদের মা বাবাকেও দেখা শোনা করতে পারছি না চাকুরীর অভাবে তাই মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারের অধীনস্থ মন্ত্রী ও আধিকারিকগনের কাছে আবেদন, শিক্ষক পদ প্রার্থীদের মতো SSC GROUP C AND D এর সকল waiting candidate দের চাকুরী সুনিশ্চিত করে আমাদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দিন।”