নজরবন্দি ব্যুরো: ডিএ-র দাবিতে দীর্ঘ কয়েকমাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ। আন্দোলন নিয়ে নবান্নের হুঁশিয়ারি এলেও আন্দোলনকারীদের দমিয়ে রাখা যায়নি। কয়েকদিন আগেই বকেয়া মহার্ঘ্যভাতার দাবিতে হাজরা মোড় এলাকায় আন্দোলনকারীদের প্রতিবাদ চোখে পড়েছে। সেই মিছিল কার্যত শোরগোল ফেলে দিয়েছিল রাজ্য-রাজনীতিতে। আরও একবার উত্তেজনা ছড়াতে চলেছে হাজরা মোড়ে। আন্দোলনের ডাক দিয়েছে তৃণমূলপন্থি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন।
আরও পড়ুন: আমরাও তৈরি, ছেড়ে কথা বলব না! বীরবাহার পাল্টা সুর চড়ালেন অজিত মাহাত
সূত্রে খবর, আগামী ৩ জুন হাজরা মোড়ে সভা করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। তৃণমূলপন্থী সংগঠনের সভায় উপস্থিত থাকবেন রাজ্যের ছয় মন্ত্রী। জানা গিয়েছে, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, শশী পাঁজা, অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, মানস ভুঁইয়া ওই সভায় যোগ দেবেন, এছাড়াও উপস্থিত থাকতে পারেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা সুব্রত বক্সী। তালিকার বাইরে থাকা কোনও বড় মুখও ওইদিনের সভায় উপস্থিত থাকতে পারেন।

বিগত কিছু সময়ের মধেই হাজরা চত্বর রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। শুধু ডিএ আন্দোলন নয়, সাম্প্রতিককালে একাধিক রাজনৈতিক কর্মসূচির সাক্ষী থেকেছে হাজরা ও তার সংলগ্ন এলাকা। কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়েই ডিএ-র দাবিতে বিশাল মিছিল করেন আন্দোলনকারীরা। হাজরা মোড় থেকে শুরু হওয়া ওই মিছিল শেষ হয়েছিল সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকায়।
উল্লেখ্য, সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা নবান্নে গিয়ে বৈঠক করেছিলেন। কিন্তু সেই বৈঠকের সুফল পাওয়া যায়নি বলেই দাবি আন্দোলনকারীদের। অন্যদিকে, রাজ্যের তরফে বারবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ উঠেছে। ডিএ না পাওয়ার জন্য কেন্দ্রীয় সরকার দায়ী একথাই যেন বুঝিয়ে দিতে চেয়েছে রাজ্য সরকার। এবার তৃণমূলপন্থী রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হয়ে সভার ডাক দিলেন।
‘তৃণমূলের আঁতুড় ঘর’ হাজরা মোড়ে সভা তৃণমূলপন্থী সরকারি কর্মচারীদের, রাজনৈতিক মহলে শোরগোল
